কিশোরগঞ্জে পুলিশের বাধায় বিএনপির বিক্ষোভ কর্মসূচি পণ্ড, আটক ২

কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে
ছবি: প্রথম আলো

কিশোরগঞ্জে পুলিশের বাধায় বিএনপির বিক্ষোভ কর্মসূচি পণ্ড হয়ে গেছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে শহরের রথখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিতে গেলে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া ও বিএনপির কর্মী সাইদুর রহমানকে আটক করে পুলিশ।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দাউদ প্রথম আলোকে বলেন, তাঁরা জানতে পারেন, ইসরাইল মিয়া ও সাইদুর রহমানসহ অন্যরা নাশকতার প্রস্তুতি নিচ্ছেন। যে কারণে তাঁদের দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

তবে পুলিশ কোনো কারণ ছাড়াই দুজনকে আটক করে বলে অভিযোগ করেন জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক খালেদ সাইফুল্লাহ।

তিনি প্রথম আলোকে বলেন, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আজ বেলা ১১টা থেকে বিএনপির নেতা–কর্মীরা রথখলা মাঠে জমায়েত হতে শুরু করেন। এ সময় পুলিশ সেখান থেকে ইসরাইল মিয়া ও সাইদুর রহমানকে আটক করে। একই সঙ্গে সেখানে আসা নেতা–কর্মীদের চলে যেতে বলে। এভাবে হামলা, মামলা, নির্যাতন করে বিএনপির আন্দোলনকে দমানো যাবে না। তাঁরা ১০ দফা দাবি বাস্তবায়নে মাঠে আছেন। শেষ পর্যন্ত মাঠে থাকবেন।

খালেদ সাইফুল্লাহ আরও বলেন, গত দুই সপ্তাহে নাশকতা, সরকারি কাজে বাধা এবং পুলিশ ও পুলিশের যানবাহনে হামলার অভিযোগে কিশোরগঞ্জের পাঁচটি উপজেলায় অন্তত সাতটি মামলা হয়েছে। এসব মামলায় বিএনপির অন্তত অর্ধশত নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।