ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রামচন্দ্রপুর এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ৮টার দিকে ঢাকা থেকে শেরপুরগামী বাসের সঙ্গে বিপরীতমুখী বাসের মুখোমুখি সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। তাঁদের তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর বাস দুটি সড়কের দুই পাশে পড়ে যায়।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী বলেন, নিহত দুজনের পরিচয় পাওয়া যায়নি। আহত ব্যক্তিদের সঠিক সংখ্যাও জানা যায়নি। তবে দুটি বাসের যাত্রীরা আহত হয়েছেন। এ সংখ্যা অন্তত ১৫ হতে পারে।