নাটোরে থানা থেকে ছাত্রদলের গ্রেপ্তার নেতাকে ছিনিয়ে নিলেন অনুসারীরা

নাটোরের লালপুর থানায় ঢুকে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনকে ছিনিয়ে নিয়ে যায় তাঁর অনুসারীরা। মঙ্গলবার বিকেলে
ছবি: ভিডিও থেকে নেওয়া

নাটোরের লালপুরে গ্রেপ্তারের পর জেলা ছাত্রদলের এক নেতাকে থানা থেকে ছিনিয়ে নিয়েছেন তাঁর অনুসারীরা। আজ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে লালপুর থানায় এ ঘটনা ঘটে। রুবেল উদ্দিন উপজেলার গৌরীপুর গ্রামের বাসিন্দা। তিনি জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ১৬ ডিসেম্বর বাগাতিপাড়া উপজেলায় এক বিএনপি নেতার বাড়িতে গুলির ঘটনায় করা মামলায় আজ বেলা সাড়ে তিনটায় রুবেলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে ছাত্রদল ও যুবদলের অর্ধশতাধিক নেতা–কর্মী থানায় উপস্থিত হয়ে তাঁকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ দেন। এ সময় অসম্মতি জানালে একপর্যায়ে হট্টগোল করে থানা থেকে রুবেলকে ছিনিয়ে নিয়ে যান তাঁর অনুসারীরা।

এ বিষয়ে জানতে চাইলে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বলেন, ‘পরে কথা বলব।’ নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, ‘মহিলাসহ কিছু লোক পুলিশের ওপর চড়াও হয়ে আসামি ছিনিয়ে নিয়ে গেছেন। ছিনিয়ে নেওয়া আসামিসহ যাঁরা এ ঘটনায় জড়িত, তাঁদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’