রেললাইনে বসে গান গাওয়ার সময় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

ট্রেনে কাটা পড়া
প্রতীকী ছবি

রেললাইনে বসে গিটার বাজিয়ে গান করছিলেন ওমর ফারুক (২৮)। ট্রেন এলেও খেয়াল করেননি। এর মধ্যে চট্টগ্রামমুখী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মারা যান তিনি। গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট বায়েজিদ সংযোগ সড়কের রেলরোড ওভারব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

ওমর ফারুক ফৌজদারহাটের কালুশাহ সিপাহির বাড়ির মৃত শাহ আলমের ছেলে। রেল পুলিশের ফৌজদারহাট ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সোহরাব হোসেন প্রথম আলোকে বলেন, ওমর ফারুক বাড়ির পাশে রেললাইনে বসে গিটার বাজিয়ে গান করছিলেন।

ঢাকা থেকে ছেড়ে আসা কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন তাঁকে ধাক্কা দেয়। স্থানীয় লোকজন আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশের ময়নাতদন্ত করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।