গাজীপুরে ঝুটগুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট
গাজীপুরের কোনাবাড়ীর আমবাগ এলাকায় ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। বুধবার রাত পৌনে ১০টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরের আমবাগ এলাকায় বুধবার রাত পৌনে ১০টার দিকে ঝুটের গুদামে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে আগুনের পরিমাণ বাড়তে থাকায় ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজে যোগ দেয়। এখন পর্যন্ত অগ্নিকাণ্ডে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
রাত সোয়া ১১টার দিকে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আবদুর রাজ্জাক জানান, কোনাবাড়ী আমবাগ এলাকায় একটি চায়না মার্কেট রয়েছে। সেখানে বেশ কয়েটি বড় ঝুটের গুদাম আছে। আগুন নিয়ন্ত্রণে চারটি ইউনিট কাজ করছে।
এদিকে জেলার কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার লিকেজের আগুনে দুটি কলোনির ২০টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। বুধবার বিকেল পাঁচটায় উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় তাইজুদ্দিন মিয়ার ১৫টি ও রফিকুল ইসলামের ৫ কক্ষ পুড়ে যায়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন জানান, বুধবার বিকেলে মো. তাইজুদ্দিনের কলোনির রতন মিয়ার কক্ষে গ্যাস সিলিন্ডার লিকেজ থাকায় ইফতারি প্রস্তুতের সময় আগুন লেগে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কক্ষগুলোতে। প্রথমে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা চালান। তবে আগুনের তীব্রতা বেড়ে গিয়ে রফিকুল ইসলামের কলোনিতে ছড়িয়ে পড়লে তাঁরা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকেই আগুনের সূত্রপাত। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তার সঠিক তথ্য এখনই জানানো সম্ভব নয়।