সিরাজগঞ্জে মহাসড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী তিন কলেজছাত্রের

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। তাঁরা নাটোর সিটি কলেজের শিক্ষার্থী ছিলেন। আজ সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মান্নাননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত  ব্যক্তিদের মধ্যে দুজনের বিস্তারিত পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন বেলকুচি উপজেলার ফুলঘাগড়াখালী এলাকার আবদুল বারেক সরকারের ছেলে আলমগীর হোসেন (২২) ও রাজশাহীর পুঠিয়া উপজেলার নন্দনপুর এলাকার হেলাল উদ্দিনের ছেলে সুজন (২১)। আরেকজনের নাম সিয়াম (২১)। তবে তাঁর সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে সিরাজগঞ্জের বেলকুচি থেকে একটি মোটরসাইকেলে করে এই তিন কলেজছাত্র রাজশাহীর দিকে যাচ্ছিলেন। পথে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মান্নাননগরে পৌঁছালে একটি বাস তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর প্রথম আলোকে বলেন, তিনজনের লাশ থানায় আনা হয়েছে। তাঁদের পরিবারের সদস্যরা এসেছেন। আইনি কার্যক্রম শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।