খালেদা জিয়ার সম্মতিতেই ২১ আগস্টের গ্রেনেড হামলায় নেতৃত্ব দেন তারেক

২১ আগস্টের গ্রেনেড হামলার প্রতিবাদে রোববার বিকেলে নাটোরের সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ সমাবেশ করা হয়েছে
ছবি: প্রথম আলো

খালেদা জিয়ার সম্মতি নিয়ে তাঁর সন্তান তারেক রহমান ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনার নেতৃত্ব দিয়েছেন। রোববার বিকেলে নাটোরের সিংড়া বাসস্ট্যান্ডে ২১ আগস্টের গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ। সমাবেশের আয়োজন করে সিংড়া উপজেলা আওয়ামী লীগ।

জুনাইদ আহ্‌মেদ বলেন, তারেক রহমান তাঁর মা তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সম্মতি নিয়ে শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্য নিয়েই গ্রেনেড হামলার পরিকল্পনা করেছিলেন। তাঁর সহযোগীরা সরাসরি এই হামলায় অংশ নেন। মহান সৃষ্টিকর্তা জননেত্রী শেখ হাসিনাকে প্রাণে রক্ষা করেছেন। এ ঘটনার প্রত্যক্ষ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডাদেশ হয়েছে। এখন সাজা কার্যকরের পালা। এসব তরুণ প্রজন্মকে জানাতে হবে। তারা তো এসব জানে না। আসামিদের শাস্তি কার্যকরের জন্য দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে।

সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ আসনের সংসদ সদস্য আবদুল কুদ্দুস, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, সিংড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম প্রমুখ।

এর আগে প্রতিমন্ত্রী উপজেলা পরিষদ হলরুমে সিংড়া উপজেলার ১৩৯টি প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেটের ওয়াইফাই সংযোগের জন্য রাউটার বিতরণ করেন।

২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে নাটোর শহরে আজ সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দোয়া মাহফিল ও দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে। এখানে জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।