শাহপরীর দ্বীপের ৩২০টি পরিবার পেল প্রথম আলো ট্রাস্টের ত্রাণ

ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত কক্সবাজার টেকনাফের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়ার ৩২০টি পরিবারকে মধ্যে ত্রাণ বিতরণ
ছবি: প্রথম আলো

কক্সবাজার ও টেকনাফের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত শাহপরীর দ্বীপের জালিয়াপাড়ার বাসিন্দাদের মধ্যে আজ সোমবার প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। ত্রাণ হিসেবে জালিয়াপাড়ার ৩২০টি পরিবারকে চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, বিশুদ্ধ পানি, গ্যাস লাইট ও মোমবাতি দেওয়া হয়।

এর আগে গতকাল রোববার শাহপরীর দ্বীপ ঘেঁষে মিয়ানমারে ঘূর্ণিঝড় মোখা আঘাত হানে। মোখার আঘাত থেকে বাঁচতে জালিয়াপাড়ার মৎস্যজীবীরা জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাইক্লোন শেল্টারে আশ্রয় নেন।

ত্রাণ পেয়ে লাল মিয়া বলেন, ‘মাছ ধরে ছয়জনের পরিবার চলে। গতকালের ঘূর্ণিঝড়ে আমার ঘরবাড়ি সব ভেঙে গেছে। প্রথম আলোর দেওয়া শুকনা খাবার পেয়ে আমার খুব উপকার হলো।’

স্থানীয় বাসিন্দা বসির আহমেদ বলেন, ‘প্রথম আলোই প্রথম আমাদের পাশে দাঁড়াল। আমার আট সদস্যের পরিবারের জন্য এই ত্রাণ খুব কাজে লাগবে।’

স্থানীয় সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য আবদুস সালাম বলেন, ‘ত্রাণসামগ্রী দেওয়ায় আমার পক্ষ থেকে প্রথম আলোকে আন্তরিক ধন্যবাদ। আপনারা মিডিয়ার মানুষ, আপনারা কোনো বড় ধরনের কোম্পানি নন। আপনারা যতটুকু দিয়েছেন, তাতে আমি ও আমার ওয়ার্ডের মানুষ সন্তুষ্ট। আগামী দিনে এ ধরনের দুর্যোগ হলে আপনারা আমাদের পাশে থাকবেন বলে আমি আশাবাদী।’

আবদুস সালাম আরও জানান, গতকালের পরিস্থিতি খুবই ভয়াবহ ছিল। সকাল নয়টা থেকে দুপুর পর্যন্ত পূর্ব দিকে ধমকা হাওয়া ছিল। এলাকার অনেক বাড়িঘর ক্ষতি হলেও পানি ওঠেনি।

কক্সবাজার বন্ধু সবার সার্বিক সহযোগিতায় ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন প্রথম আলো ট্রাস্টের প্রোগ্রাম ম্যানেজার গোলাম রব্বানী, কক্সবাজার বন্ধুসভার সাধারণ সম্পাদক নুরুল আবছার, কক্সবাজার সিটি কলেজ বন্ধুসভার সভাপতি মারুফ রশিদ, কক্সবাজার বন্ধুসভার পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক ফরহাদ আলম, সদস্য মোহাম্মদ সাকিব, কক্সবাজার সিটি কলেজ বন্ধুসভার সহসভাপতি আকাশ শর্মা, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক কাঞ্চন শর্মা প্রমুখ।

প্রসঙ্গতম টেকনাফের দুর্গম এলাকা শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ায় প্রথম আলো ট্রাস্টের আগে কেউ ত্রাণ বিতরণ করেনি।