মধুমতী নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল কলেজছাত্রের

আকিদুল ইসলাম
ছবি: সংগৃহীত

ফরিদপুরের আলফাডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে আকিদুল ইসলাম (২২) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা আড়াইটার দিকে উপজেলার খোলাবাড়িয়া গ্রামসংলগ্ন মধুমতী নদীতে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের  কৃষক মিলন মোল্লার একমাত্র সন্তান।

আকিদুল ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, আকিদুলের মৃগীরোগ ছিল।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ দুপুরে খোলাবাড়িয়া গ্রামে মধুমতী নদীতে গোসল করতে নামেন আকিদুল। বেশ কিছুক্ষণ হয়ে গেলেও আকিদুল বাড়িতে ফিরে না আসায় তাঁর মা সুফিয়া বেগম নদীর পাড়ে ছুটে যান। সুফিয়া বেগম ছেলেকে ঘাটে দেখতে না পেয়ে কান্নাকাটি করতে থাকেন। পরে এলাকাবাসী মধুমতী নদীতে নেমে খোঁজাখুঁজি করে আকিদুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বুড়াইচ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল ওহাব বিকেলে প্রথম আলোকে বলেন, আকিদুলের বাবা দরিদ্র কৃষক। অনেক কষ্টে ছেলেকে পড়াশোনা করাচ্ছিলেন। আজ এশার নামাজের পর পবনবেগ মাদ্রাসা ময়দানে জানাজা শেষে সেখানকার কবরস্থানে আকিদুলকে দাফন করার কথা রয়েছে।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের বলেন, মধুমতী নদীতে ডুবে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে বলে শুনেছেন। তবে যেহেতু ওই তরুণের মৃগীরোগ ছিল, সে জন্য এ ঘটনায় থানায় মামলা হচ্ছে না।