‘এবার ভোটে হামার কামাই বাড়ছে’

ব্যাটারিচালিত অটোরিকশায় মাইক বেঁধে নির্বাচনী প্রচার বেশ জমে উঠেছে। সম্প্রতি রংপুরের তারাগঞ্জেছবি: প্রথম আলো

রংপুরের তারাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের নির্বাচনী প্রচার বেশ জমে উঠেছে। প্রচারকাজে ব্যাটারিচালিত অটোরিকশা বেশি ব্যবহার হতে দেখা যাচ্ছে। প্রতীক বরাদ্দের পর থেকে অটোরিকশায় মাইক বেঁধে গ্রামগঞ্জে ঘুরে প্রতীক ও প্রার্থীর পক্ষে ভোট চাচ্ছেন প্রার্থীর কর্মীরা।

তারাগঞ্জের ফকিরপাড়া গ্রামের অটোরিকশাচালক মাহামুদল ইসলাম বলেন, এবার ভোটের প্রচার ভালো জমেছে। প্রতীক বরাদ্দের দিন থেকে মাইকিং কাজে তাঁর অটোরিকশা ব্যবহার হচ্ছে। তিনি আরও বলেন, ‘দুপুর থাকি রাইত পর্যন্ত হামার ইজিবাইকোত মাইক বান্ধি গানের তালে ভোট চাইছি। যে প্রার্থী যখন ভাড়া নেয়, তখন তাঁর মার্কার গান বাজাই। এবার ভোটে হামার কামাই বাড়ছে।’

অটোরিকশায় মাইক বেঁধে জুম্মাপাড়া গ্রামে নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা রহমত মণ্ডল। তিনি বলেন, বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত মাইকিংবাবদ বরাদ্দ দুই হাজার টাকা। এর সঙ্গে প্রার্থী নাশতার টাকাও দেন। এবার চারদিকে মাইকিংয়ে প্রচার অনেক বেশি। অটোরিকশার চাহিদাও বেশি। পুরো উপজেলায় শতাধিক অটোরিকশা এবার মাইকিং কাজে ব্যবহার হচ্ছে।

প্রামাণিক পাড়ার অটোরিকশাচালক বিপ্লব হোসেন ও জরিবুল ইসলাম জানান, নির্বাচনের কারণে এই আয়ের সুযোগ পাচ্ছেন তাঁরা। না হলে সারা দিনেও তাঁদের ছয় শ টাকা আয় হতো না।

ইকরচালী বাজারে রিকশায় মাইক লাগিয়ে প্রচারের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন জগদীশপুরের রিকশাচালক এনদাদুল হক (৪৫)। তিনি বলেন, ‘আগোত রিকশাত করি ভোটের মাইকিং করছেলো প্রার্থীদের লোকজন। এ্যালা রিকশার বদলে মাইকিংয়ের জন্যে অটোরিকশা ভাড়া নেয়। ওমাক দেয় দেড় হাজার টাকা। আর হামরা পাই ছয়-সাত শ টাকা।’

কুর্শা রহিমাপুর গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন পরিষদের সদস্য তুহিনুর রহমান বলেন, এবার প্রার্থীরা রিকশার চেয়ে অটোরিকশায় মাইক লাগিয়ে বেশি প্রচার চালাচ্ছেন। এর আগে রিকশায় চলত নির্বাচনী প্রচার। অল্প সময়ে বেশি এলাকায় প্রচারের জন্যই অটোরিকশার ব্যবহার বেড়েছে।

উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান বলেন, ‘রিকশায় অল্প সময়ে বেশি প্রচার চালানো কঠিন। ইজিবাইকে কম সময়ে বেশি এলাকায় প্রচারণা চালানো যায়। তাই নির্বাচনী প্রচারণায় আমার মতো অন্য প্রার্থীরাও মাইকিংয়ে এবার ইজিবাইক ব্যবহার করছেন।’

চতুর্থ দফায় ৫ জুন তারাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে দুই জন চেয়ারম্যান প্রার্থী, ৯ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী ও তিনজন  মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলা মোট ভোটার ১ লাখ ১৯ হাজার ২২২ জন।