রায়পুরায় বিদ্যুৎস্পৃষ্টে ৮ বছরের শিশুর মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আট বছরের শিশু জান্নাতি মারা যাওয়ার খবরে বাড়িতে প্রতিবেশীদের ভিড়। শুক্রবার সকালে নরসিংদীর রায়পুরা উপজেলার পাড়াতলী ইউনিয়নে
ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জান্নাতি নামের আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার পাড়াতলী ইউনিয়নের মধ্যনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। জান্নাতি ওই গ্রামের আবু তাহের মিয়ার মেয়ে ও স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

স্বজনেরা জানান, গতকাল বৃহস্পতিবার রাতে ঝড়বৃষ্টি হয়েছিল। ওই সময় বিদ্যুতের তার ছিঁড়ে বাড়িটির একটি টিনের ঘরের চালায় পড়ে। রাতে বিদ্যুৎ না থাকায় বিষয়টি কেউ টের পাননি।

আজ সকালে জান্নাতি সবার অজান্তে ওই ঘরের ভেতরে ঢোকে। একপর্যায়ে সকাল সাড়ে সাতটার দিকে ওই ঘরে গিয়ে তার লাশ দেখতে পান তাঁরা। খবর পেয়ে বাঁশগাড়ী তদন্তকেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

শিশুটির বাবা আবু তাহের মিয়া প্রথম আলোকে বলেন, ‘ওই টিনের ঘর বিদ্যুতায়িত হয়ে ছিল, কেউ বুঝতে পারিনি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জান্নাতির দুই পাসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। আমার বুকের ধন এভাবে হারিয়ে গেল, মানতে পারছি না।’

বাঁশগাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, শিশুটির লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।