সংসদ সদস্যের ‘উন্নয়ন শোভাযাত্রা’কে আওয়ামী লীগ নেতা বললেন ‘মাদক ব্যবসায়ীদের’ শোভাযাত্রা
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার পবা উপজেলায় ‘উন্নয়ন সমাবেশ ও শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির পরে একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। যেখানে এক আওয়ামী লীগ নেতা এই শোভাযাত্রাকে ‘মাদক ব্যবসায়ীদের শোভাযাত্রা’ বলে অভিহিত করেছেন। সংসদ সদস্য এই মাদক ব্যবসায়ীদের পুষছেন বলেও অভিযোগ তাঁর।
ফেসবুকে ভিডিও বক্তব্য দেওয়া ওই আওয়ামী লীগ নেতার নাম সাইদুর রহমান ওরফে বাদল। তিনি পবা উপজেলার হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। সাইদুর রহমান একই সঙ্গে হরিপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য। অভিযোগের বিষয়ে সংসদ সদস্য আয়েন উদ্দিন বলছেন, হাজার হাজার মানুষের শোভাযাত্রার মধ্যে দু–একজন চোর–ডাকাত এলে তাঁর পক্ষে খুঁজে বের করা সম্ভব নয়।
নিজের ফেসবুকে আপলোড করা ভিডিওতে সাইদুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘প্রাণপ্রিয় নেত্রী’ সম্বোধন করে বলেন, ‘আপনার স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি এবং পবার হরিপুর ইউনিয়ন থেকে এমপি আয়েন উদ্দিনের যে মোটরসাইকেল শোভাযাত্রা হয়েছে, সেটা ফেনসিডিল-মাদক ব্যবসায়ীদের শোভাযাত্রা হয়েছে। মাদক ব্যবসাকে জোরদার করার জন্য আমার মনে হয় এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আমি ধিক্কার জানাই। আপনার কাছে আকুল আবেদন জানাই। এ রকম শোভাযাত্রা না হওয়াই ভালো। বাংলাদেশ আওয়ামী লীগের এই শোভাযাত্রা মানায় না।’
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল পবা উপজেলার নওহাটা এলাকা থেকে এই শোভাযাত্রা বের করা হয়। সংসদ সদস্য আয়েন উদ্দিন ছাদখোলা মাইক্রোবাসে দাঁড়িয়ে শোভাযাত্রার সামনে ছিলেন। পেছনে মোটরসাইকেল নিয়ে ছিলেন তাঁর অনুসারীরা। এটি পবার বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিণ করে।
জানতে চাইলে সাইদুর রহমান ফেসবুকে এই ভিডিও দেওয়ার কথা স্বীকার করেন। তিনি বলেন, যেটা সত্য সেটাই তিনি বলেছেন। তিনি সত্য কথা বলতে কাউকে ভয় পান না। তাঁর মতে, হরিপুর ইউনিয়ন থেকে যত মোটরসাইকেল গিয়েছে, তার তিন ভাগের দুইভাগই মাদক ব্যবসায়ী। তাদের নামে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। সংসদ সদস্য তাদের পুষছেন।
এলাকায় মাদকবিরোধী একটি কমিটি গঠন করেছেন উল্লেখ করে সাইদুর রহমান বলেন, তিনি এই কমিটির সভাপতি। সহায়তাকারী সদস্য রয়েছে ৯৮ জন। তিনি ৩০ বছর ধরে এই ইউনিয়নে আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছেন। এই সংগঠনের নামে মাদক ব্যবসায়ীরা শোভাযাত্রা করছে এটা তিনি মেনে নিতে পারেননি। তাই ফেসবুকে দিয়েছেন।
এ ব্যাপার জানতে চাইলে সংসদ সদস্য আয়েন উদ্দিন প্রথম আলোকে বলেন, অক্টোবর মাসব্যাপী বাংলাদেশ আওয়ামী লীগের সব সাংগঠনিক (জেলা, মহানগর, উপজেলা, থানা) শাখার উদ্যোগে সারা দেশে বৃহৎ আকারে উন্নয়ন সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করার জন্য চিঠি দেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে তিনি এই শোভাযাত্রার আয়োজন করেন। তিনি দাবি করেন, এত বড় শোভাযাত্রা রাজশাহীর আর কোথাও হয়নি। এত মানুষের মধ্যে কোনো চোর–ডাকাত যদি ঢুকে পড়ে, সেটা তার পক্ষে বাছাই করা সম্ভব নয়। আর ইউনিয়ন চেয়ারম্যানেরা এগুলো সংগঠিত করেছেন। তিনি শুধু নির্দেশনা দিয়েছেন।