২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, আহত ৭

মেয়ে শিক্ষার্থীকে উত্ত্যক্তের প্রতিবাদে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের সামনে পার্কের মোড় এলাকায়ছবি: সংগৃহীত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের সামনে পার্কের মোড়ে (শহীদ আবু সাঈদ চত্বরে) এ ঘটনা ঘটে। এতে সাত শিক্ষার্থী আহত হয়েছেন। পরে এ ঘটনায় করা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে পার্কের মোড় এলাকায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক ছাত্র তাঁর মেয়ে সহপাঠীর সঙ্গে দোকানে চা পান করছিলেন। এ সময় স্থানীয় এক বখাটে যুবক এসে মেয়েটির সঙ্গে অশোভন আচরণ ও উত্ত্যক্ত করেন। এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। কিছুক্ষণ পর ওই বখাটে যুবক তাঁর লোকজন নিয়ে এসে ছেলেটিকে মারধর করেন। বিষয়টি জানাজানি হলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও বিভিন্ন আবাসিক ছাত্রাবাস থেকে শিক্ষার্থীরা পার্ক মোড় এলাকায় ছুটে আসেন। একপর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগত ব্যক্তিদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাত শিক্ষার্থী আহত হন। তাঁদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনের রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে রাত ৯টার দিকে ঘটনাস্থলে ছুটে যান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফেরদৌস রহমান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সদস্যরাও সেখানে যান। এ সময় শিক্ষার্থীরা বহিরাগত ওই বখাটেকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান।

প্রক্টর ফেরদৌস রহমান বলেন, ঘটনাটি জানার পরপরই তিনি সেখানে ছুটে যান। পরে রাতেই পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মো. আবদুল্লাহ বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করে থানায় একটি মামলা করেছেন। মামলার পর জীবন চৌধুরী নামের একজনকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে।