মাটির ঘরের দেয়াল ধসে পড়ল ঘুমন্ত পরিবারটির ওপর, ভাই–বোনের মৃত্যু

ধসে পড়া মাটির দেয়াল। আজ শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বৃষ্টিতে মাটির ঘরের দেয়ালধসে দুই ভাই–বোনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন তাদের মা, বাবা ও আরেক বোন। আজ শুক্রবার ভোর পাঁচটার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনার সময় পরিবারের সদস্যরা সবাই ঘুমিয়ে ছিলেন।

মারা যাওয়া দুজন হলো লক্ষীপুর গ্রামের মিশু (১০) ও রাফিন (১২)। তাদের ছোটবোন ইসু আক্তার (১০), বাবা মান্নাফ মিয়া (৪২) ও মা রোকসানা বেগম (৩৫) দেয়ালচাপায় আহত হয়েছেন। অবস্থা গুরুতর হওয়ায় ইসুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতের খাওয়ার পর দুই মেয়ে, এক ছেলে, স্ত্রীসহ নিজের মাটির ঘরে ঘুমিয়ে পড়েন মান্নাফ। রাতভর বৃষ্টি হওয়ায় মাটির ঘরটি ও পাশের মাটির ঘরের দেয়াল ভিজে দুর্বল হয়ে পড়ে। একপর্যায়ে পাশের আরেকটি মাটির ঘরের দেয়ালধসে মান্নাফের ঘরের ওপর পড়ে। এতে মান্নাফের মাটির ঘরের দেয়ালও ধসে পড়লে পরিবারের পাঁচ সদস্য মাটিতে চাপা পড়ে। স্থানীয় লোকজন এসে মাটি সরিয়ে তাঁদের উদ্ধার করে সকাল সাড়ে সাতটার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মিশু ও রাফিনের মৃত্যু হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শিশু ইসুকে ঢাকায় পাঠানো হয়।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ প্রথম আলোকে বলেন, রাতভর বৃষ্টিতে মাটির ঘরের দেয়ালধসে মান্নাফের পরিবারের পাঁচজন আহত হন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশু মারা যায়। মান্নাফ ও তাঁর স্ত্রী প্রাথমিক চিকিৎসা শেষে দুই সন্তানের লাশ নিয়ে বাড়ি ফেরেন। আহত শিশুকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।