দলবদ্ধ ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আবার ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ৪

ধর্ষণবিরোধী প্ল্যাকার্ড
ফাইল ছবি

ঢাকার ধামরাই উপজেলায় এক পোশাকশ্রমিক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শনিবার বিকেলে তাঁদের গ্রেপ্তারের পর আজ রোববার সকালে বিষয়টি গণমাধ্যমকে জানান র‍্যাব-৪-এর সিপিসি-৩ মানিকগঞ্জ ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. আরিফ হোসেন।

এ ঘটনায় গতকাল শনিবার রাতে ভুক্তভোগী তরুণী ওই চার ব্যক্তিকে আসামি করে ঢাকার ধামরাই থানায় একটি মামলা করেন। মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। আসামিরা হলেন ধামরাইয়ের উত্তর হাতকোড়া গ্রামের তোফাজ্জল হোসেন (৪৫), একই উপজেলার নান্দেশ্বরী গ্রামের নূর মোহাম্মদ (৩২), আনোয়ার হোসেন (৩২) ও চাইরপাড়া গ্রামের মো. শহিদুল্লাহ (৩২)।

র‍্যাবের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ভুক্তভোগী ওই তরুণীর (২০) স্বামী মারা যাওয়ার পর একটি পোশাক কারখানায় কাজ করেন তিনি। গত ১৫ মে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ওই তরুণীর এক বান্ধবীর সঙ্গে দেখা করতে আসেন আসামি তোফাজ্জাল হোসেন। সেখানে তরুণীর সঙ্গে তোফাজ্জলের পরিচয় হয়। এর পর থেকে তরুণীর মুঠোফোন নম্বরে কল দিয়ে ওই বান্ধবী সম্পর্কে জানতে চাইতেন তোফাজ্জাল। গত শুক্রবার বিকেলে মুঠোফোনে কল দিয়ে কৌশলে ধামরাইয়ের হাতকোড়া বাজারে তরুণীকে ডাকেন তোফাজ্জল। এরপর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পাশের একটি ইটভাটায় নিয়ে ওই তরুণীকে দলবদ্ধ ধর্ষণ করেন তোফাজ্জলসহ চার ব্যক্তি। ধর্ষণের ভিডিও তোফাজ্জল তাঁর মুঠোফোনে ধারণ করেন।

র‍্যাব বলেছে, এরপর তোফাজ্জল ভুক্তভোগী তরুণীকে যেকোনো সময় ডাকলে তাঁর কাছে আসার জন্য বলেন। তা না হলে এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ আত্মীয়স্বজনের কাছে পাঠিয়ে দেবেন বলে হুমকি দেন। ধর্ষণের বিষয়টি পুলিশ বা অন্য কাউকে বলতেও নিষেধ করেন তাঁরা। গতকাল শনিবার সকালে তোফাজ্জল মুঠোফোনে ভুক্তভোগী তরুণীকে বিকেলে ধামরাইয়ের একটি হোটেলে যেতে বলেন। তাঁর কথামতো সেখানে না গেলে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এরপর ভুক্তভোগী তরুণী মানিকগঞ্জ র‍্যাব ক্যাম্পে গিয়ে এসব বিষয়ে অভিযোগ করেন।

র‍্যাব কর্মকর্তা মো. আরিফ হোসেন প্রথম আলোকে বলেন, দলবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ করে ওই চার ব্যক্তি ভুক্তভোগী তরুণীকে আবার ধর্ষণের চেষ্টা করেন। তাঁর অভিযোগের পর গতকাল শনিবার বিকেলে ধামরাইয়ের কাওয়ালীপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করা হয়। এরপর তাঁদের রাতে ধামরাই থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ প্রথম আলোকে বলেন, এ ঘটনায় গতকাল রাতে ভুক্তভোগী তরুণী দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও চিত্র ধারণের অভিযোগে ওই চারজনকে আসামি করে থানায় মামলা করেছেন। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।