১ ফেব্রুয়ারির উপনির্বাচনের ওপর বগুড়াবাসীর ভাগ্য নির্ভর করছে: নানক

বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচন দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনি সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। মঙ্গলবার বিকেলে শহরের ঠনঠনিয়া আন্তঃজেলা কোচ টার্মিনালে
ছবি: প্রথম আলো

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ১ ফেব্রুয়ারির উপনির্বাচনের ওপর বগুড়াবাসীর ভাগ্য নির্ভর করছে।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের ঠনঠনিয়া কোচ টার্মিনাল এলাকায় জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটি আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘এই সংসদের মেয়াদ শেষ হতে আর মাত্র ১১ মাস বাকি। অথচ বগুড়াবাসীর ওপর উপনির্বাচন চাপিয়ে দিয়েছে বিএনপি। বিএনপির সদস্যরা পদত্যাগ করে সরকার পতনের ডাক দিয়েছিলেন। তাতে কি সরকারের পতন হয়েছে?’

আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য আরও বলেন, ‘এই উপনির্বাচনে নৌকা বিজয়ী হলেই বগুড়ায় বিমানবন্দর চালু হবে। নৌকা বিজয়ী হলে বিশ্ববিদ্যালয়, অর্থনৈতিক জোন, বগুড়া-সিরাজগঞ্জ রেললাইনসহ যোগাযোগব্যবস্থার আরও উন্নয়ন হবে। নৌকা বিজয়ী হলে বগুড়া উন্নয়নের জোয়ারে ভাসবে।’

সভায় সড়ক পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটি বগুড়া জেলা শাখার সভাপতি সৈয়দ কবির আহমেদ সভাপতিত্ব করেন। এতে আরও বক্তব্য দেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান ওরফে মজনু, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আসাদুর রহমান, বগুড়া শহর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ম আবদুর রাজ্জাক প্রমুখ।