খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে আরও ৯ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

খাগড়াছড়ি মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে বিএসএফের ঠেলে দেওয়া বাসিন্দাদের হেফাজতে নিয়েছে বিজিবিছবি: সংগৃহীত

খাগড়াছড়ি সীমান্ত দিয়ে আবারও ৯ জনকে ঠেলে পাঠিয়েছে (পুশইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বৃহস্পতিবার ভোরে মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর সীমান্ত দিয়ে নারী–শিশুসহ ৯ জনকে ঠেলে পাঠায় বিএসএফ। এর মধ্যে ৫ জন নারী, ১টি শিশু ও ৩ জন পুরুষ।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম বলেন, গভীর রাতে ৯ জনকে ঠেলে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে নারী ও শিশু রয়েছে। সীমান্ত অতিক্রম করে আসা এসব লোকজনকে খাবার দেওয়া হচ্ছে। তবে কীভাবে তাঁদের ঠেলে পাঠানো হলো, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। ঠেলে পাঠানো লোকজন জানান, তাঁরা ভারতে শ্রমিক হিসেবে কাজ করতেন। তাঁদের বেলছড়ি উচ্চবিদ্যালয়ে রাখা হয়েছে। পরিচয় যাচাই–বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আপাতত তাঁরা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তত্ত্বাবধানে রয়েছেন।

চলতি বছরের ৭ মে প্রথমবার মাটিরাঙ্গা ও পানছড়ি উপজেলার তিনটি পয়েন্ট দিয়ে বাংলাদেশিদের ঠেলে পাঠানো শুরু করে বিএসএফ। খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে এখন পর্যন্ত ১৫৪ জন বাংলাদেশিকে বিএসএফ ঠেলে পাঠিয়েছে। সর্বশেষ ১৯ জুন মাটিরাঙ্গার তানাক্কাপাড়া সীমান্ত দিয়ে ১৩ জনকে ঠেলে পাঠায় বিএসএফ।