লক্ষ্মীছড়িতে নৌকার প্রচারণার সময় নেতা-কর্মীদের ওপর সন্ত্রাসী হামলা

খাগড়াছড়ি জেলার মানচিত্র

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে নৌকার প্রচারণার সময় আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর সন্ত্রাসীরা হামলা করেছে। এ সময় গুলি চালানোরও অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়িতে এ ঘটনা ঘটে। হামলায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেবব্রত তালুকদারসহ পাঁচজন আহত হয়েছেন। এ সময় আওয়ামী লীগের ১১ নেতা-কর্মীকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে আবার তাঁদের ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনার জন্য আওয়ামী লীগ ইউপিডিএফকে দায়ী করেছে। লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাবুল চৌধুরী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, খাগড়াছড়ি আসনের আওয়ামী লীগের প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরার পক্ষে গণসংযোগ করতে উপজেলার বর্মাছড়িতে যান আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সকাল ৯টার দিকে সন্ত্রাসীরা আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর দুই রাউন্ড গুলি ছোড়ে। তাঁদের লক্ষ্য করে গুলতিও ছোড়া হয়। হামলায় লক্ষ্মীছড়ি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেবব্রত তালুকদার, সহসভাপতি হাবিল উদ্দিন, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম ফকির, কৃষক লীগের সভাপতি শাহাজাহান বিশ্বাস ও ছাত্রলীগের সদস্য মো. রাকিব গুলতির আঘাতে আহত হন। এ ছাড়া আওয়ামী লীগের আরও ১১ নেতা-কর্মীকে সন্ত্রাসীরা ধরে নিয়ে যায়। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

তবে এ অভিযোগ অস্বীকার করে ইউপিডিএফের অন্যতম সংগঠক অংগ্য মারমা বলেন, এ ঘটনা ইউপিডিএফ ঘটায়নি। বিক্ষুব্ধ সাধারণ জনগণ এই হামলা করেছে। কারণ, জনগণ এই নির্বাচন চান না।

লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসাইন বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মী গণসংযোগে যাওয়ার পথে ধাওয়ার ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ তাঁর কাছে অভিযোগ করতে আসেননি।