বগুড়ায় স্বামী হত্যা মামলায় স্ত্রীর যাবজ্জীবন, প্রেমিকসহ ৩ জনের মৃত্যুদণ্ড

বগুড়ায় আশিক হত্যা মামলার রায় শেষে আসামিদের কারাগারে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতে
ছবি: প্রথম আলো

বগুড়ায় আশিক মিয়া হত্যা মামলার রায়ে তাঁর স্ত্রী মিনা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় মিনার প্রেমিকসহ তিন আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া আদালত প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। আজ মঙ্গলবার বিকেলে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক হাবিবা মণ্ডল এ রায় ঘোষণা করেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে বগুড়া আদালত পুলিশের পরিদর্শক মোসাদ্দেক হোসেন বলেন, রায় ঘোষণার সময় আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়। মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন বগুড়ার সারিয়াকান্দির কুটিবাড়ী এলাকার ছফু খাঁর ছেলে শিবলু  ফকির, রামনগর গ্রামের সিরাজুল ইসলাম তরফদারের ছেলে শান্ত মিয়া ওরফে সিয়াম এবং আমতলী গ্রামের তরিকুল মণ্ডলের ছেলে নাইম মণ্ডল।

আদালত সূত্রে জানা যায়, আশিক মিয়ার স্ত্রী মিনা বেগম একটি পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি নিয়ে তাঁদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। একপর্যায়ে মিনা বেগম তাঁর প্রেমিক শিবলু ফকিরের সঙ্গে পরামর্শ করে স্বামী আশিক মিয়াকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী শিবলু ফকির তাঁর দুই সহযোগী শান্ত মিয়া ও নাইম ইসলামকে সঙ্গে নিয়ে ২০২০ সালের ২ অক্টোবর আশিক মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরে গুমের উদ্দেশ্যে আশিক মিয়ার লাশ বাঙ্গালী নদীতে ফেলে দেওয়া হয়।

দুদিন পর উপজেলার ছাগলধরা গ্রামসংলগ্ন বাঙ্গালী নদী থেকে আশিক মিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আশিকের বড় ভাই আনিছ উদ্দিন বাদী হয়ে চারজনকে আসামি করে সারিয়াকান্দি থানায় মামলা করেন। সাক্ষ্য গ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে আদালতের বিচারক শিবলু ফকির ও তাঁর দুই সহযোগীকে মৃত্যুদণ্ড এবং স্ত্রী মিনা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।