লালমাইয়ে আ.লীগের মনোনয়ন পেলেন অর্থমন্ত্রীর ভাতিজা কামরুল

কামরুল হাসান
ছবি: সংগৃহীত

কুমিল্লার লালমাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের আহ্বায়ক কামরুল হাসান ওরফে শাহীন। আজ বুধবার আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভায় তাঁকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

কামরুল অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বড় ভাইয়ের ছেলে। ফলে কুমিল্লার লালমাই ও সদর দক্ষিণ উপজেলায় আওয়ামী লীগের রাজনীতি ও ক্ষমতা একই পরিবারের কাছেই রয়ে গেল। আগামী ১৬ মার্চ ওই নির্বাচন হবে।

দলীয় সূত্রে জানা গেছে, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি কুমিল্লা-১০ (নাঙ্গলকোট, সদর দক্ষিণ ও লালমাই) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য। অর্থমন্ত্রীর বড় ভাই আবদুল হামিদ লালমাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি। হামিদের ছেলে কামরুল হাসান লালমাই উপজেলা পরিষদে আওয়ামী লীগের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেয়েছেন আজ। অর্থমন্ত্রীর ছোট ভাই গোলাম সারওয়ার সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান।

রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৩ জানুয়ারি এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র বাছাই ২০ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহার ২৭ ফেব্রুয়ারি। নির্বাচন আগামী ১৬ মার্চ সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে চারটায় ইভিএমে অনুষ্ঠিত হবে।

কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের আহ্বায়ক কামরুল হাসান বলেন, ‘১৯৯৬ সালের ৩১ অক্টোবর কুমিল্লা সরকারি কলেজ ছাত্রসংসদ নির্বাচনে ছাত্রলীগের প্যানেল থেকে ভিপি (সহসভাপতি) নির্বাচন করে জয়ী হই। বর্তমানে আমি দক্ষিণ জেলা যুবলীগের আহ্বায়ক। তিন দশক ধরে মাঠে সক্রিয় রাজনীতি করেছি। দলের ত্যাগী নেতা হিসেবে দল আমাকে মূল্যায়ন করেছে। এ জন্য কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং লালমাই উপজেলা আওয়ামী লীগের নেতাদের কাছে কৃতজ্ঞ।’

লালমাই উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভূঁইয়া বলেন, কামরুল হাসান শাহীন আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী।