স্থগিত হওয়া চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নির্বাচন ১৪ নভেম্বর

জেলা পরিষদ নির্বাচন

উচ্চ আদালতের আদেশে স্থগিত হয়ে যাওয়া চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সে অনুযায়ী, আগামী ১৪ নভেম্বর নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান বলেন, এর আগে গোমস্তাপুর উপজেলার সংরক্ষিত পদে সীমানা জটিলতা নিয়ে করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৬ সেপ্টেম্বর আদালতের নির্দেশ নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। পূর্বঘোষিত তফসিল অনুযায়ী, ভোট গ্রহণের তারিখ ছিল ১৭ অক্টোবর। স্থগিত হওয়া নির্বাচনের নতুন তারিখ ১৪ নভেম্বর। এ দিন সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।

মোতাওয়াক্কিল রহমান আরও বলেন, যে পরিস্থিতিতে নির্বাচন স্থগিত হয়েছিল, সেখান থেকেই কার্যক্রম শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে নির্বাচন কমিশন থেকে। মনোনয়নপত্র যাচাই–বাছাই শেষে প্রতীক বরাদ্দের আগে নির্বচন স্থগিত হয়েছিল। সে অনুযায়ী, এখন প্রতীক বরাদ্দ দেওয়ার মধ্য দিয়ে আবার নির্বাচনের কার্যক্রম শুরু হবে। বৃহস্পতিবার প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এর পর থেকে প্রার্থীরা নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমীনই শুধু প্রার্থী। ফলে চেয়ারম্যান পদে ভোট আয়োজনের প্রয়োজন পড়বে না। সংরক্ষিত ও সাধারণ পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।