জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন প্রমুখ।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া বলেন, ছাত্রলীগ মানুষের কল্যাণে কাজ করছে। ছাত্রলীগের হেলমেট বিতরণ কার্যক্রম তারই একটি অংশ। ট্রাফিক আইন মেনে চলার জন্য নেতা–কর্মীদের হেলমেট বিতরণ করা। আশা করছি, এটি সারা দেশে লক্ষ্মীপুর ছাত্রলীগের সুনাম ছড়াবে।