সাতক্ষীরা সদর উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুই ভাইস চেয়ারম্যান নির্বাচিত
সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে শামস ইশতিয়াক ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কাহিনুর ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও নারী ভাইস চেয়ারম্যান পদে একজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় ওই দুই পদে একজন করে প্রার্থী আছেন।
তবে সদর উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাঁরা কেউ মনোনয়ন প্রত্যাহার করেননি। তাঁরা হলেন আওয়ামী লীগ নেতা শওকত হোসেন, তামিম আহমদ, গোলাম মোর্শেদ, সুশান্ত মণ্ডল ও জাতীয় পার্টির মশিউর রহমান।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানায়, ভাইস চেয়ারম্যান পদে চার প্রার্থী মনোনয়নপত্র দাখিল করছিলেন। তাঁরা হলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মারুফ তানভীর হুসাইন, ছাত্রলীগের আরেক সাবেক সভাপতি রেজাউল ইসলাম, মো. বদরুজ্জামান এবং স্বতন্ত্র শামস ইশতিয়াক। রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের দিন শামস ইশতিয়াক ছাড়া বাকি তিনজন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
তবে ছাত্রলীগের সাবেক দুই শীর্ষ নেতাসহ তিনজন মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাঁদের ধারণা, টাকাপয়সার কোনো লেনদেন হতে পারে। জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু আহমেদ বলেন, কোনো ধরনের আলোচনা ছাড়াই ছাত্রলীগের নেতারা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। তিনি কিছুই বুঝতে পারছেন না। আর শামস ইশতিয়াক বিএনপি ঘরানার।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নাতিদীর্ঘ একটি বক্তব্য পোস্ট করেছেন বর্তমান ভাইস চেয়ারম্যান তানভীর হুসাইন সুজন। সেখানে তিনি মনোনয়ন প্রত্যাহারের কারণ হিসেবে আওয়ামী লীগ নেতাদের সহযোগিতা না পাওয়া ও নির্বাচনে তাঁর পক্ষে কাজ করা স্বজনদের অনুপস্থিতির কথা উল্লেখ করছেন।
তবে শামস ইশতিয়াক জানান, টাকাপয়সা কাউকে দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করতে বলার প্রশ্নই ওঠে না। যাঁরা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন, তাঁরাই বলতে পারবেন, কী কারণে তাঁরা তা প্রত্যাহার করেছেন।