তানোরে স্বেচ্ছাসেবক লীগের নেতা গাঁজা সেবনকালে আটক

হাতকড়া
প্রতীকী ছবি

রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক লীগের এক নেতাসহ তিনজনকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ওই নেতার নাম মিজানুর রহমান ওরফে জুয়েল (৩৩)। তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক।

এ ঘটনায় তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ শনিবার দুপুরে ওই তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে গতকাল শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে গাঁজা সেবন করার সময় উপজেলার কামারগাঁ এলাকায় একটা সেতুর ওপর থেকে ওই তিনজনকে আটক করে পুলিশের একটি টহল দল। আটক অপর দুজন হলেন তানোর উপজেলার গোকুল গ্রামের শহীদুল ইসলাম (৩২) ও হাতিশাইল গ্রামের গোলাম সারওয়ার (৩১)।

মিজানুর রহমান ওরফে জুয়েলের বাড়ি তানোর উপজেলার চাপড়া গ্রামে। স্থানীয় লোকজন জানিয়েছেন, তিনি রাজশাহী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক থাকাকালে গত বছরের ১০ এপ্রিল স্থানীয় একটি দোকান থেকে প্যান্ট চুরি করেন। এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছিল। এটা নিয়ে সালিস বৈঠকও হয়। পরে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হন মিজানুর রহমান।

মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, তাঁকে সিগারেটের সঙ্গে নেশাজাতীয় কিছু খাওয়ানো হয়েছিল। এরপর তিনি অপ্রকৃতিস্থ হয়ে ওই দোকান থেকে প্যান্ট নিয়ে যান। কে নেশাবস্তু খাইয়েছেন, জানতে চাইলে তিনি বলেছিলেন, অন্ধকারে তাঁদের চিনতে পারেননি।

জানতে চাইলে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান মিয়া প্রথম আলোকে বলেন, মিজানুর রহমানসহ তিনজনকে মাদকদ্রব্য সেবনরত অবস্থায় শুক্রবার গভীর রাতে কামারগাঁ এলাকায় একটা সেতুর ওপর থেকে আটক করা হয়। এরপর তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে, তারা গাঁজা সেবন করছিলেন।