পাঁচ বছরে পংকজের অস্থাবর সম্পদ বেড়েছে প্রায় ৩ গুণ

পংকজ নাথ
ছবি: সংগৃহীত

পাঁচ বছরে বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ-হিজলা) আসনের সংসদ সদস্য পংকজ নাথের বার্ষিক আয় বেড়েছে মাত্র সাড়ে সাত লাখ টাকা। একই সময়ে তাঁর অস্থাবর সম্পদ বেড়েছে প্রায় তিন গুণ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় তাঁর আট লাখ টাকা ঋণ থাকলেও বর্তমানে তাঁর কোনো দায়দেনা নেই।

পংকজ নাথ ২০১৪ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বরিশাল-৪ আসনে প্রথমবার সংসদ সদস্য হন। ২০১৮ সালে দ্বিতীয় দফায় সংসদ সদস্য হলেও এবার তিনি দলীয় মনোনয়ন পাননি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।

আরও পড়ুন

হলফনামা ঘেঁটে দেখা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় পংকজ নাথের বার্ষিক আয় ছিল ৩৫ লাখ ৫০ হাজার ১৭ টাকা। এবার তাঁর বার্ষিক আয় বেড়ে দাঁড়িয়েছে ৪৩ লাখ ৮৫০ টাকায়। অর্থাৎ পাঁচ বছরে তাঁর বার্ষিক আয় বেড়েছে ৭ লাখ ৫০ হাজার ৮৩৩ টাকা। গতবার নির্বাচনের সময় তিনি ব্যবসা থেকে মাত্র ৩৬ হাজার আয় দেখিয়েছিলেন। এবার তিনি ব্যবসা থেকে সাড়ে ১৯ লাখ টাকা আয় দেখিয়েছেন। অর্থাৎ গত পাঁচ বছরে ব্যবসা থেকে তাঁর আয় বেড়েছে ৫৪ গুণের বেশি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় পংকজ নাথ তাঁর ওপর নির্ভরশীলদের বার্ষিক আয় দেখিয়েছিলেন ৬ লাখ ১৩ হাজার ৬০৬ টাকা। এবার তিনি নির্ভরশীলদের কোনো আয় উল্লেখ করেননি।

২০১৮ সালে নির্বাচন করার সময় পংকজ নাথের হাতে নগদ ছিল ১৭ লাখ ৮৫ হাজার ৫৫৯ টাকা। এবার তাঁর হাতে নগদ আছে ৬ লাখ ৬২৬ টাকা। নগদ টাকা কমলেও এবার তাঁর ব্যাংকে জমা ও স্থায়ী বিনিয়োগের পরিমাণ বেড়েছে। গতবার অস্থাবর সম্পদ হিসেবে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা, বন্ড, সঞ্চয়পত্রে তাঁর স্থায়ী বিনিয়োগ ছিল ৪৪ লাখ ৪৮ হাজার ৪৯৯ টাকা। পাঁচ বছর পরে এসে এই খাতে তাঁর ১ কোটি ৭৫ লাখ ৭২ হাজার ৭৩০ টাকার সম্পদ আছে। সব মিলিয়ে ২০১৮ সালে তাঁর নগদ টাকা ও অস্থাবর সম্পদ ছিল ৬২ লাখ ১৭ হাজার ৫৮ টাকার। এবার তাঁর অস্থাবর সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৮১ লাখ ৭৩ হাজার ৩৫৬ টাকা। অর্থাৎ পাঁচ বছরে প্রায় ৩ গুণ তাঁর অস্থাবর সম্পদ বেড়েছে।

আরও পড়ুন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় পংকজ নাথ তাঁর স্ত্রীর অস্থাবর সম্পদ হিসেবে ২২ লাখ ৫২ হাজার ১৭৪ টাকা দেখিয়েছিলেন। এবার তিনি স্ত্রীর কোনো অস্থাবর সম্পদের হিসাব হলফনামায় উল্লেখ করেননি। এ ছাড়া প্রায় ৬৪ লাখ টাকার গাড়িতে চড়েন পংকজ নাথ। এর বাইরে তাঁর ৬৭ ভরি সোনা আছে। ২০১৮ সালে ছিল ৬০ ভরি।

স্থাবর সম্পদ বলতে পংকজ নাথের নিজ নামে পূর্বাচল রাজউকে ২৫ লাখ ২৫ হাজার টাকার প্লট আছে। স্ত্রীর নামে প্রায় ৪১ লাখ টাকা দামের ১ হাজার ৩৬৫ বর্গফুটের একটি ফ্ল্যাট আছে। একাদশ জাতীয় নির্বাচনের সময়ের মতো এখনো তাঁর স্থাবর সম্পদ স্থিতিশীল আছে। ২০১৮ সালে তাঁর আট লাখ টাকা ঋণ থাকলেও এখন তাঁর কোনো দায়দেনা নেই।