সিরাজগঞ্জে উপজেলা বিএনপির সভাপতিকে গ্রেপ্তার, ‘অবস্থান কর্মসূচির কারণে’ বলছে দল

হাতকড়া
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. শামসুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার ধানগড়া ইউনিয়নের রৌহা গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার সকাল ৯টার দিকে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মাদ সিদ্দিকুল ইসলাম। তিনি বলেন, আগের একটি মামলায় শামসুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

উপজেলা বিএনপির দুজন নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোর কাছে দাবি করেন, আজকে দলের নির্ধারিত অবস্থান কর্মসূচি আছে। এ কর্মসূচির কারণে শামসুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে বলে তাঁদের ধারণা। এর মাধ্যমে পুলিশ নেতা-কর্মীদের ভয় দেখাতে চায় বলে তাঁরা মনে করেন।