সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি, কলেজছাত্র গুলিবিদ্ধ

গুলিবিদ্ধ আল আমিন
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় আওয়ামী লীগের স্থানীয় এক নেতাকে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে আল আমিন (১৮) নামের এক কলেজছাত্র গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের চকমকিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আল আমিন চকমকিমপুর গ্রামের জমসের আলীর ছেলে। তিনি স্থানীয় যমুনা ডিগ্রি কলেজ ধেতে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিবেন। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল থেকে একটি রাবার বুলেট ও গুলির খোসা জব্দ করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১১টার দিকে রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শওকত আলীকে অপরিচিত তিন থেকে চারজন ব্যক্তি অনুসরণ করছিলেন। শওকত আলী বিষয়টি টের পেয়ে দূর থেকে চিৎকার করে জিজ্ঞাসা করেন, ‘আপনারা কারা? কী চান?’ এ সময় দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। ঘটনার সময় পাশের একটি দোকানে বসে গল্প করছিলেন কলেজছাত্র আল আমিন। সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে আল আমিনের পায়ে লাগে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ ছাত্রকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, আল আমিন এখন অনেকটা সুস্থ। তাঁর বাঁ পায়ের হাঁটুর নিচে গুলি লেগেছিল। গুলি বের করা হয়েছে। এখন চিকিৎসাা চলছে।

ঘটনার সময় গুলিবিদ্ধ আল আমিনের সঙ্গে ছিলেন আবদুল্লাহ আল কায়েস। ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, গতকাল রাতে বিদ্যুৎ না থাকায় তাঁরা কয়েকজন গ্রামের শাহাদত মিস্ত্রির দোকানের বেঞ্চে বসে গল্প করছিলেন। হঠাৎ সেখানে অপরিচিত কয়েকজন এলে গ্রামের শওকত আলী চাচা তাঁরা কারা ও কী চান জানতে চান। ওই কথা বলার সঙ্গে সঙ্গে শওকত চাচাকে লক্ষ্য করে তাঁরা গুলি করেন। শওকত চাচা দ্রুত লাফ দিয়ে পাশ কাটিয়ে চলে গেলে গুলি এসে আল আমিনের পায়ে লাগে।

আওয়ামী লীগ নেতা শওকত আলী প্রথম আলোকে বলেন, গত রাতে অপরিচিত তিন থেকে চারজন তাঁকে অনুসরণ করছিলেন। তাঁরা তাঁকে লক্ষ্য করে গুলি করেন। এখন তাঁর সঙ্গে কারও কোনো বিরোধ বা ঝামেলা নেই। কী কারণে তাঁকে গুলি করল, তিনি বুঝতে পারছেন না। তিনি বলেন, ‘উপজেলা নির্বাচনে আমি স্থানীয় সংসদ সদস্যের পক্ষের প্রার্থীর সাথে কাজ করেছি। বিষয়টি নিয়ে কোনো সমস্যা হচ্ছে কি না, বলতে পারছি না।’

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ ছাত্রকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে একটি রাবার বুলেট ও ব্যবহৃত গুলির খোসা জব্দ করা হয়েছে। গুলির বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় মামলা হবে।