মানিকগঞ্জে অবরোধের সমর্থনে মহিলা দলের মিছিলে পুলিশের বাধা

মানিকগঞ্জে অবরোধের সমর্থনে জেলা মহিলা দলের মিছিলে পুলিশ বাধা দেয়। আজ বুধবার সকাল সাড়ে সাতটার দিকে জেলা শহরের শহীদ সরণিতেছবি: সংগৃহীত

বিএনপির ডাকা অবরোধের সমর্থনে মানিকগঞ্জে মহিলা দলের নেতা-কর্মীরা মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দিয়েছে। আজ বুধবার সকালে জেলা শহরের শহীদ সরণিতে তাঁরা এ মিছিল বের করেন।

জেলা বিএনপি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে আজ সকাল সাড়ে সাতটার দিকে জেলা শহরের উত্তর সেওতা এলাকা থেকে মিছিল বের করেন জেলা মহিলা দলের নেতা-কর্মীরা। জেলা মহিলা দলের সভাপতি সাবিহা হাবিবের নেতৃত্বে সহসভাপতি সানজিদা রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রিটা রহমান, সাংগঠনিক সম্পাদক মাসুমা খানমসহ অর্ধশতাধিক নেতা-কর্মী এতে অংশ নেন। মিছিলটি জেলা সড়ক ও জনপথ (সওজ) কার্যালয়ের পাশে শহীদ সরণি হয়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার দিকে যাওয়ার পথে টহলরত পুলিশ তাঁদের সামনে গিয়ে অবস্থান নেয়। এ সময় পুলিশের সঙ্গে মহিলা দলের নেতা-কর্মীদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে মিছিলটি পণ্ড হয়ে যায়।

আরও পড়ুন

জেলা মহিলা দলের সভাপতি সাবিহা হাবিব বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে। আমরা বর্তমানে ফ্যাসিবাদী অবৈধ সরকারের পদত্যাগের একদফা দাবি ও একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব।’

এদিকে আজ সকাল সাড়ে সাতটার দিকে জেলা শহরের দুধবাজার আঞ্চলিক সড়কে ঝটিকা মিছিল করেন জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

মহিলা দলের মিছিলে বাধা দেওয়ার বিষয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকার প্রথম আলোকে বলেন, জনভোগান্তি এড়াতে তাঁদের ব্যস্ততম সড়কে মিছিল না করার জন্য অনুরোধ করা হয়। পরে তাঁরা চলে যান।