রাস্তার পাশে পরিত্যক্ত ওয়ার্ডরোবে হাত-পা বাঁধা পোশাকশ্রমিকের লাশ

লাশ
প্রতীকী ছবি

গাজীপুরের বিকেবাড়ি এলাকায় রাস্তার পাশে পড়ে থাকা পরিত্যক্ত ওয়ার্ডরোবের ভেতর থেকে ছামিনা খাতুন (৩২) নামের এক নারী পোশাকশ্রমিকের হাত–পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিকেবাড়ি সিকদার মার্কেটের রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আজ শনিবার জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ছামিনা খাতুন কুড়িগ্রাম জেলার উলিপুর থানার দারারপাড় গ্রামের আয়নাল হকের মেয়ে। তিনি গাজীপুর মহানগরের নাওজোড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করে পোশাক কারখানায় কাজ করতেন। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় লোকজন জানান, একটি ওয়ার্ডরোব রাতের অন্ধকারে কে বা কারা রাস্তার পাশে রেখে গেছে। সকালে স্থানীয় লোকজন দেখে সন্দেহ হলে পুলিশকে খবর দেন। পরে জয়দেবপুর থানা–পুলিশ এসে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ওয়ার্ডরোবটি খুলে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করে।

নিহতের স্বজনেরা জানান, ছামিনা খাতুন নাওজোড় এলাকায় ভাড়া বাসায় থেকে একটি কারখানায় চাকরি করতেন। কারও সঙ্গে তাঁর শত্রুতা ছিল না। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটাতে পারে, সে ব্যাপারে কিছু জানা নেই তাঁদের।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহতাব উদ্দিন বলেন, সদর উপজেলার বিকেবাড়ি এলাকায় ওয়ার্ডরোবের ভেতর হাত-পা বাঁধা এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রথমে অজ্ঞাতনামা হিসেবে ওই নারীর মরদেহ উদ্ধার করে। পরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মরদেহটি পোশাকশ্রমিক ছামিনার বলে শনাক্ত করা হয়।

মাহতাব উদ্দিন আরও বলেন, ছামিনাকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা শ্বাস রোধ করে হত্যার পর মরদেহ ওয়ার্ডরোবের ভেতর রেখে পালিয়ে যায়। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযানসহ এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।