‘ইউনূস-টিউলিপ সাক্ষাৎ হলে চব্বিশের গণ–অভ্যুত্থানের সঙ্গে প্রতারণা করা হবে’

মতবিনিময় সভায় এনসিপির জ্যেষ্ঠ মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। আজ সোমবার বিকেলে নোয়াখালীর হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের কমলার দীঘির পাড়েছবি: প্রথম আলো

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ছাত্র-জনতার খুন এবং এ দেশের মানুষের অর্থ পাচারে জড়িত টিউলিপ সিদ্দিকের সাক্ষাৎ হলে সেটি চব্বিশের গণ-অভ্যুত্থানের সঙ্গে প্রতারণা করা হবে।

আজ সোমবার বিকেলে নোয়াখালীর হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের পর্যটনকেন্দ্র কমলার দীঘির পাড়ে মেঘনা নদীর ভাঙনে ভিটেমাটি হারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়কালে  হান্নান মাসউদ এ কথা বলেন।

হান্নান মাসউদ বলেন, ‘দেশ স্বাধীন হওয়ার পর বিভিন্ন সময় অনেক শাসকের পরিবর্তন হয়েছে। তার মধ্যে কেবল মেজর জিয়া (প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান) এ দেশের প্রকৃত পরিবর্তনের স্বপ্ন দেখেছেন। ভারতের আগ্রাসী মনোভাব আমাদের মেজর জিয়াকে বাঁচতে দেয়নি। শেখ হাসিনার পতন এ দেশে শুধু আওয়ামী লীগের পতন নয়, শেখ হাসিনার পতন মানে এ দেশে ভারতীয় আধিপত্যের পতন।’

২৪-এর গণ-অভ্যুত্থানে দুই হাজার জন জীবন দিয়েছেন শুধু নির্বাচনের জন্য নয়—এমন মন্তব্য করে হান্নান মাসউদ আরও বলেন, ‘আপনারা নির্বাচন নির্বাচন করছেন। অধ্যাপক মুহাম্মদ ইউনুস নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন। এ দেশে নির্বাচন হবে, তবে তার আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।’

হাতিয়া প্রসঙ্গে কথা বলতে গিয়ে এনসিপির নেতা হান্নান মাসউদ বলেন, ‘অনেকে আমার কাছে জানতে চান, আমি জাতীয় পর্যায়ে রাজনীতি করেও কেন হাতিয়া নিয়ে ভাবছি। আমি তাঁদের বলি, হাতিয়ার মানুষের দুঃখ-দুর্দশা ভাগাভাগি করতে হাতিয়া যাচ্ছি। দীর্ঘ সময় থেকে হাতিয়া সন্ত্রাসের আখড়ায় রূপ নিয়েছিল। সেই সন্ত্রাসের আখড়া থেকে হাতিয়াকে বসবাসযোগ্য হাতিয়ায় রূপ দেওয়ার জন্য আমি হাতিয়া নিয়ে ভাবছি।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাতিয়া কলেজের সাবেক শিক্ষক মফিজুর রহমান। অনুষ্ঠানে হাতিয়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।