এই সংবিধান জনগণের নয়, হাইব্রিড আওয়ামী লীগের: বিএনপি নেতা এমরান সালেহ
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ বলেছেন, এ সরকার নিজেদের ইচ্ছা অনুযায়ী, আজীবন ক্ষমতায় থাকতে সংবিধান কাটাছেঁড়া করে এখন বলছে, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। বর্তমান সংবিধান জনগণের স্বাধীন ভোটাধিকার নিশ্চিত করে না। এই সংবিধান জনগণের নয়, হাইব্রিড আওয়ামী লীগের।
আজ রোববার সকালে ময়মনসিংহের হালুয়াঘাটে পুরাতন বাসস্ট্যান্ডে বিএনপির দলীয় কার্যালয়ে ‘পদযাত্রা’ বিষয়ে প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।
সৈয়দ এমরান সালেহ বলেন, বাংলাদেশে সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের পথে আওয়ামী লীগ সরকার একমাত্র বাধা। সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের একমাত্র গ্যারান্টি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করতে বিদেশি বন্ধুদের বক্তব্য নিজেদের মতে করে অপব্যাখ্যা করে জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে সরকার।
গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছে বলে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, এক দফা ঘোষণা করা হয়েছে। যেকোনো মূল্যে এক দফার আন্দোলন সফল করতে হবে। ১৮ জুলাই পদযাত্রায় সর্বস্তরের নেতা-কর্মীদের অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই পদযাত্রার মধ্য দিয়ে গণবিরোধী সরকারের পতন ঘণ্টা বাজতে শুরু করবে। এক দফার আন্দোলনে সব কর্মসূচি সফল করতে প্রতি মুহূর্তে প্রস্তুত থাকতে হবে।
সভায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আসলাম মিয়া, হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, আরফান আলী, আবু হাসনাত বদরুল, আলমগীর আলম, বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন, নালিতাবাড়ী উপজেলা বিএনপি নেতা আবদুল হাই, কাজী ফরিদ আহমেদ, মিজানুর রহমান, আবদুল মান্নান মল্লিক, মোনায়েম হোসেন খান, আলী মাহমুদ, শহিদুল হক খান, আবদুস সাত্তার, আবুল কাশেম, মনিরুজ্জামান, সাইদুল ইসলাম, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হোসনে আরা, জেলা যুবদলের সভাপতি তারিকুল ইসলাম, বিভাগীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আবদুল গণি, সাধারণ সম্পাদক মশিউজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।