শ্রীপুরে বিসমিল্লাহ গ্রুপের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

গাজীপুরের শ্রীপুরের বিসমিল্লাহ গ্রুপের একটি কারখানায় আজ মঙ্গলবার পৌনে একটার দিকে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণের কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা
ছবি: প্রথম আলো

গাজীপুরের শ্রীপুরের বহেরারচালা গ্রামে বিসমিল্লাহ গ্রুপের সাহরিস কম্পোজিট টাওয়েল মিলস লিমিটেডের কারখানায় আগুন লেগেছে। আজ মঙ্গলবার বেলা পৌনে একটায় এই কারখানায় আগুন লাগে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। এ দলে আরও পাঁচটি ইউনিট যুক্ত হচ্ছে। এ তথ্য জানিয়েছেন শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী।

ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছেন। ভবনের ভেতর থেকে পুড়ে যাওয়া তুলা অপসারণ করতে কাজ করছেন কয়েকজন কর্মী। বেলা দুইটা নাগাদ ভবনের পশ্চিম দিকের ওয়ালের কিছু অংশ ভাঙা হচ্ছিল।

সরেজমিনে দেখা যায়, কারখানাটির একটি আধপাকা বড় আকারের ভবনে আগুন জ্বলছে। ওই ভবনে বিপুল পরিমাণ অব্যবহৃত তুলা ও যন্ত্রপাতি রয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছেন। ভবনের ভেতর থেকে পুড়ে যাওয়া তুলা অপসারণ করতে কাজ করছেন কয়েকজন কর্মী। বেলা দুইটা নাগাদ ভবনের পশ্চিম দিকের ওয়ালের কিছু অংশ ভাঙা হচ্ছিল। ভাঙার পর সেখান দিয়ে পানি প্রবেশ করানোর পরিকল্পনা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

কারখানার কর্মী মো. মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, বেলা পৌনে একটার দিকে কারখানার পশ্চিম দিকের ওই ভবনের ওপরে ধোঁয়া দেখতে পান তাঁরা। কিছুক্ষণের মধ্যেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবরে ভেতর থেকে সব কর্মী দৌড়ে বের হয়ে যান। কারখানার নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। এর ফলে ফায়ার সার্ভিসের কর্মীদের অপেক্ষায় থাকতে হয়েছে।

কারখানার উইভিং ব্যবস্থাপক মো. রিদওয়ান আলী প্রথম আলোকে বলেন, ওই ভবনের ভেতর ১০০টি উইভিং মেশিনসহ আরও বেশ কিছু যন্ত্রপাতি ছিল। এ ছাড়া ভবনের পশ্চিম অংশে বিপুল পরিমাণ জুট কটন রাখা ছিল। এ সময় ভেতরে কাজ করছিলেন ৫০ জন কর্মী। আগুন দেখতে পেয়ে দ্রুত তাঁরা বের হয়ে আসেন। কেউ আহত হননি।

কারখানার ডাইং ব্যবস্থাপক আবদুর রহিম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘মালিকপক্ষকে ঘটনার সঙ্গে সঙ্গে অনেকবার ফোন দিয়েছি। তারা ফোন রিসিভ করছে না। আমাদের নিজেদের ফায়ার ফাইটিং ব্যবস্থা থাকলে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে পারতাম।’

গাজীপুরের শ্রীপুরের বহেরারচালা গ্রামে বিসমিল্লাহ গ্রুপের সাহরিস কম্পোজিট টাওয়েল মিলস লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ড। আজ মঙ্গলবার তোলা ছবি
প্রথম আলো

এ বিষয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী প্রথম আলোকে বলেন, আগুন নিয়ন্ত্রণে তিনটি ইউনিট কাজ করছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনই বলা যাচ্ছে না।