সড়কে পড়ে ছিল নারীর লাশ, পাশে রক্তাক্ত অজ্ঞান শিশু

মরদেহ
প্রতীকী ছবি

নেত্রকোনার পূর্বধলায় একটি গ্রামীণ সড়কে পড়ে ছিল অজ্ঞাত এক নারীর মরদেহ। ওই মরদেহের পাশে পড়ে ছিল অচেতন অবস্থায় দুই বছরের এক ছেলে শিশু। শিশুটির পায়েও আঘাতের চিহ্ন রয়েছে। আজ বুধবার সকালে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের কাছিয়াকান্দা গ্রামের পাশে সড়ক থেকে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে। এ সময় অচেতন অবস্থায় আহত শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় কয়েকজন বাসিন্দা ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, আজ ভোরে কাছিয়াকান্দা গ্রামের ইসহাক মিয়া নামে এক ব্যক্তি ফজরের নামাজ পড়ে মাদ্রাসার পাশে তাঁর মায়ের কবর জিয়ারত করতে যান। এ সময় তিনি ওই নারীর মরদেহ দেখতে পান। পাশে থাকা দুই বছর বয়সের একটি শিশু কেউ লাশের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তিনি গ্রামের লোকজনদের বিষয়টি জানান।

স্থানীয় ব্যক্তিরা পুলিশকে খবর দিলে সকাল ৯টার সময় পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে। এ সময় আহত শিশুটিকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

বিষয়টি নিশ্চিত করে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ জীবিত শিশু ও অজ্ঞাত পরিচয়হীন নারীর লাশ উদ্ধার করে। পরে শিশুটিকে পূর্বধলা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে ওই হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন শিশুটিকে হাসপাতালে অক্সিজেন সরবরাহসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে অজ্ঞাত ওই নারীকে দুর্বৃত্তরা হত্যা করেছে। লাশে আঘাতের চিহ্ন রয়েছে। নারীর পরিচয় শনাক্ত ও নমুনা সংগ্রহের জন্য পুলিশের পাশাপাশি অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ক্রাইম সিন ইউনিট কাজ করছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।