জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের আবদুল্লাহ মোড় এলাকায় সরিষাবাড়ী-তারাকান্দি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কলেজছাত্রের নাম শিপন মিয়া (১৮)। তিনি উপজেলার মালিপাড়া গ্রামের হবিবর রহমানের ছেলে। শিপন স্থানীয় আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মালিপাড়া গ্রামের শিপন মিয়া আজ দুপুরে বাড়ি থেকে মোটরসাইকেলে তারাকান্দি যাচ্ছিলেন। আবদুল্লাহ মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় শিপন ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যায়। দুর্ঘটনার পর ট্রাক ফেলে পালিয়ে যান চালক।
কলেজছাত্র নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরাফুল আলম। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মহব্বত কবীর বলেন, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করেছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন।