নারায়ণগঞ্জে হকার জুবায়ের হত্যায় চারজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালত থেকে আসামিদের কারাগারে নেওয়া হচ্ছে। আজ মঙ্গলবারছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জে হকার জুবায়ের হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড ও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. আক্তারুজ্জামান ভূঁইয়া এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন নারায়ণগঞ্জের ইকবাল হোসেন, মো. স্বপন, আনোয়ার হোসেন ও সায়মন ওরফে ইউনূস মিয়া। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন হাসান আল মামুন ও রাসেল হোসেন। তাঁদের মধ্যে রাসেল পলাতক।

রায়ে বলা হয়েছে, প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় হকার নেতা আসাদুর রহমান ও মহসিন মিয়াকে খালাস দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাইউম খান বলেন, ফুটপাতের হকার জোবায়ের হত্যা মামলার রায়ে আদালত চার আসামিকে মৃত্যুদণ্ড ও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

২০২১ সালের ১৪ অক্টোবর নারায়ণগঞ্জ শহরের সাধু পৌলের গির্জার সামনে ফুটপাতে দোকান বসানো নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে জুবায়েরকে ছুরিকাঘাত করা হয়। ওই ঘটনায় জুবায়েরের মা মুক্তা বেগম বাদী হয়ে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও পাঁচজনকে আসামি করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা করেন।