খাদ্যে আমাদের কোনো ঘাটতি নেই: সালমান এফ রহমান

সালমান এফ রহমান
ফাইল ছবি

ডিম, মুরগি, দুগ্ধসহ খাদ্যে দেশে এখন আর কোনো ঘাটতি নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান।

বুধবার সকালে দোহারের জয়পাড়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সালমান এফ রহমান বলেন, ‘কৃষি খাতে আমরা অনেক এগিয়েছি। যদিও আমাদের ছোট দেশ, জমি কম, লোকসংখ্যা অনেক বেশি। এর ফলে আমাদের সব সময় একটা ভয় থাকত যে খাদ্যঘাটতি হবে। কিন্তু আলহামদুলিল্লাহ, আমাদের কৃষক ভাইদের এবং সরকারি কর্মকর্তাদের উদ্যোগে আজ খাদ্যে আমাদের কোনো ঘাটতি নাই। এসবের সঙ্গে যাঁরা সম্পৃক্ত আছেন, তাঁদের আমি ধন্যবাদ জানাচ্ছি।’

দোহার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) আতওায় এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এতে ৫০টি স্টলে বিভিন্ন জাতের ষাঁড়, গাভি, উন্নত ও দেশি জাতের ছাগল ও ভেড়া, হাঁস, মুরগি, সোনালি মুরগি, কোয়েল, উন্নত জাতের কবুতরসহ বিভিন্ন প্রজাতির পশুপাখি প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবাশ্বের আলম। বক্তব্য দেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, সহকারী পুলিশ সুপার (দোহার সার্কেল) আশরাফুল আলম, দোহার পৌরসভার মেয়র আলমাছ উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শামীম হোসেন প্রমুখ।