এতে ৫০টি স্টলে বিভিন্ন জাতের ষাঁড়, গাভি, উন্নত ও দেশি জাতের ছাগল ও ভেড়া, হাঁস, মুরগি, সোনালি মুরগি, কোয়েল, উন্নত জাতের কবুতরসহ বিভিন্ন প্রজাতির পশুপাখি প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবাশ্বের আলম। বক্তব্য দেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, সহকারী পুলিশ সুপার (দোহার সার্কেল) আশরাফুল আলম, দোহার পৌরসভার মেয়র আলমাছ উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শামীম হোসেন প্রমুখ।