কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, বিএনপি নেতা নিহত
চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় এক বিএনপি নেতা নিহত হয়েছেন। তাঁর নাম কামরুল আলম (৪৫)। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই বড়তাকিয়া বাজারের দক্ষিণ পাশের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হন আরও পাঁচজন।
কামরুল আলম উপজেলার মঘাদিয়া ইউনিয়নের সমিতি বাজার কাজীর তালুক গ্রামের বাসিন্দা ও মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছিলেন।
স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়, আজ সকালে বড়তাকিয়া বাজারের দক্ষিণ পাশে শীতাতপনিয়ন্ত্রিত একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস সামনে থাকা একটি মালবাহী কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়িই সড়কের বাইরে ছিটকে পড়ে। এ সময় সড়কের পাশ ধরে হাঁটছিলেন কামরুল আলম। তিনি বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হন। এ ছাড়াও দুর্ঘটনায় বাসের পাঁচ যাত্রী আহত হয়েছেন।
মিরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বলেন, ‘সকালে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধারকাজ শুরু করি আমরা। স্থানীয় লোকজনের সহায়তায় বাসের পাঁচ যাত্রীকে আহত অবস্থায় এবং এক পথচারীকে মৃত অবস্থায় উদ্ধার করি। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহত কামরুল আলম মঘাদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক। তাঁর অকালমৃত্যুতে আমরা শোকাহত।’
নিহত ব্যক্তির লাশ তাঁর স্বজনরা নিয়ে গেছেন জানিয়ে কুমিরা হাইওয়ে থানা-পুলিশের উপপরিদর্শক আলমগীর হোসেন বলেন, ‘আজ সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি আমাদের হেফাজতে রাখা আছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।’