নওগাঁয় হাসপাতালের সিঁড়িঘর থেকে আসছিল নবজাতকের কান্না

নবজাতক
প্রতীকী ছবি

নওগাঁ সদর আধুনিক হাসপাতালের নতুন ভবনের সিঁড়িঘর থেকে এক মেয়ে নবজাতককে উদ্ধার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল রোববার রাত ১০টার দিকে নবজাতককে উদ্ধার করা হয়। উদ্ধারের পর চিকিৎসার জন্য নবজাতকটিকে ওই হাসপাতালেই ভর্তি করা হয়। রাতেই এ ঘটনায় নওগাঁ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল কর্তৃপক্ষ ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত ১০টার দিকে হাসপাতালের নতুন ভবনের প্রথম তলায় সিঁড়িঘরে নবজাতকের কান্নার আওয়াজ পান এক ব্যক্তি। পরে আরও লোকজন সেখানে যান। হাসপাতালের ওয়ার্ডবয় রাজু হোসেন নবজাতককে উদ্ধার করেন। হাসপাতাল কর্তৃপক্ষ কোনো অভিভাবক না পেয়ে চিকিৎসার জন্য নবজাতককে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করে।

হাসপাতালের শিশু ওয়ার্ডের জ্যেষ্ঠ স্টাফ নার্স মুনিরা জান্নাত বলেন, নবজাতকের শ্বাসকষ্ট হচ্ছিল। চিকিৎসকের পরামর্শে দ্রুত তাকে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করা হয়। বর্তমানে নবজাতকের চিকিৎসা চলছে।

নওগাঁ সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক জাহিদ নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, নবজাতক উদ্ধারের ঘটনায় নওগাঁ সদর থানায় একটি জিডি করা হয়েছে। উদ্ধার নবজাতকের বয়স তিন থেকে চার দিন হতে পারে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, নবজাতককে কে বা কারা হাসপাতালের সিঁড়িঘরে রেখে গেছে, তা জানা যায়নি। তবে হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ দেখে নবজাতককে কারা ফেলে গেছে, তা শনাক্ত করার চেষ্টা চলছে।