মাগুরায় অন্যকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন এক চেয়ারম্যান প্রার্থী

সাংবাদিকদের সামনে মাগুরা সদর উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর হোসেন। পাশেই ছিলেন অপর প্রার্থী রানা আমির ওসমান। শনিবার দুপুরে
ছবি: প্রথম আলো

ভোট গ্রহণের মাত্র চার দিন আগে মাগুরা সদর উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী মো. জাহাঙ্গীর হোসেন। আনারস প্রতীক নিয়ে ভোটের মাঠে প্রচার চালাচ্ছিলেন তিনি। জেলা ছাত্রলীগের সাবেক এই সভাপতি মোটরসাইকেল প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. রানা আমির ওসমানকে সমর্থন দিয়েছেন। আজ শনিবার দুপুরে এ ঘোষণা দেন তিনি। যদিও ব্যালটে তাঁর প্রতীক রয়ে যাবে।

জাহাঙ্গীর হোসেনের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে ওই প্রার্থী বলেন, ‘এই নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে দ্বিধাবিভক্তি সৃষ্টি হয়েছে। এলাকার মানুষের শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করেছি। বিশেষ করে আমার এলাকা দক্ষিণ মাগুরার মানুষের জন্যই আমি এই সিদ্ধান্ত গ্রহণ করেছি।’

আরও পড়ুন

জাহাঙ্গীর হোসেন যখন এ ঘোষণা দিচ্ছিলেন, তখন তাঁর পাশে ছিলেন মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. রানা আমির ওসমান, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খুরশীদ হায়দার, মাগুরা-২ আসনের সংসদ সদস্য বীরেন শিকদারের ভাই ও শালিখা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বিমলেন্দু শিকদার, মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসানের ফুফাতো ভাই মেহেদী হাসান উজ্জ্বল প্রমুখ।

এ সময় জাহাঙ্গীর হোসেন মোটরসাইকেল প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে বলেন, ‘যাঁরা আমাকে ভোট দিতে চেয়েছিলেন, তাঁরা রানা আমির ওসমানকে ভোট দিয়ে তাঁকে জয়যুক্ত করবেন। যাঁরা এই নির্বাচনে অবৈধ প্রভাব বিস্তারের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাঁদের প্রতিহত করে স্বতঃস্ফূর্তভাবে রানা আমির ওসমানকে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন।’

আরও পড়ুন

এ ব্যাপারে জানতে চাইলে পৌর মেয়র খুরশীদ হায়দার প্রথম আলোকে বলেন, ‘সার্বিক পরিস্থিতি বিবেচনায় উনি সরে দাঁড়িয়েছেন। দলের ঐক্যের স্বার্থে আমাদের সমর্থন দিয়েছেন।’

প্রথম ধাপে ৮ মে হতে যাওয়া মাগুরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে সরে দাঁড়ানো জাহাঙ্গীরসহ মোট ৫ জন চেয়ারম্যান পদে প্রার্থী। এর মধ্যে ঘোড়া প্রতীকের মীর আবদুল কুদ্দুস প্রচারণা শুরুর পর সরে দাঁড়ান। আরেক প্রার্থী দোয়াত-কলম প্রতীকের উত্তম কুমার বিশ্বাসকে তেমন একটা প্রচারণায় দেখা যাচ্ছে না। এখানে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. রানা আমির ওসমান ও প্রচার সম্পাদক মো. রেজাউল ইসলামের মধ্যে।

আরও পড়ুন

স্থানীয় আওয়ামী লীগের নেতারা বলছেন, এই দুই প্রার্থীর পক্ষে বিভক্ত হয়ে পড়েছেন বেশির ভাগ নেতা-কর্মী। বর্তমান ভাইস চেয়ারম্যানের দায়িত্বে থাকা মো. রেজাউল ইসলামের পক্ষে প্রচারণা চালাচ্ছেন মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু নাসির বাবলু, সদর উপজেলা আওয়ামী লীগের শীর্ষ দুই নেতাসহ একটি অংশ।

অন্যদিকে মো. রানা আমির ওসমান মাগুরা-২ আসনের সংসদ সদস্য বীরেন শিকদার ও মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসানের পরিবারের সদস্যদের পাশাপাশি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুণ্ডু, পৌর মেয়র খুরশীদ হায়দারসহ একটি অংশের সমর্থন পাচ্ছেন।