চিকিৎসক দেখিয়ে ফেরার পথে মোটরসাইকেল আরোহী বাবা নিহত, ছেলে আহত

সড়ক দুর্ঘটনাপ্রতীকী ছবি

ঢাকার নবাবগঞ্জে ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী বাবা নিহত ও ছেলে আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার বেনুখালি চক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. শফিউদ্দিন (৬৫)। তিনি নবাবগঞ্জের ছাতিয়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় সামান্য আহত হয়েছেন তাঁর ছেলে কৌশিক আহমেদ (২৪)। কৌশিক দুবাই প্রবাসী। তিনি মোটরসাইকেলটি চালাচ্ছিলেন।

গুরুতর আহত অবস্থায় শফিউদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তাঁর জামাতা মো. জিসান। তিনি প্রথম আলোকে বলেন বলেন, কিছুদিন আগে তাঁর শ্বশুরের ওপেন হার্ট সার্জারি হয়েছিল। রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসক দেখিয়ে তিনি ছেলের মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন।

মো. জিসান আরও বলেন, পথে হঠাৎ ঝড় বাতাস শুরু হয়। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়েন তাঁর শ্বশুর ও শ্যালক। এতে দুজনই আহত হন। এর মধ্যে রাত ১০টায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসলে চিকিৎসক শফিউদ্দিনকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, শফিউদ্দিনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত কৌশিক আহমেদকে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।