টেকনাফে নৌকার পাটাতনের নিচ থেকে ৫ কেজি ২০০ গ্রাম আইস উদ্ধার

নৌকার পাটাতনের নিচ থেকে ৫ কেজি ২০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বিজিবি
ছবি বিজিবির সৌজন্যে

মিয়ানমার থেকে পাচার করে কক্সবাজারের টেকনাফে আনার পথে একটি নৌকার পাটাতনের নিচ থেকে ৫ কেজি ২০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বিজিবি। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। গতকাল রোববার রাত ১১টার দিকে টেকনাফ সদরের নাজিরপাড়ার মির্জা জোড়া খাল এলাকা থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, আইস পাচারের খবর পেয়ে টেকনাফের বিজিবি ব্যাটালিয়ন সদর ও নাজিরপাড়া সীমান্তচৌকির দুটি চোরাচালান প্রতিরোধী টহল দল অভিযানে যায়। গতকাল রাত ১১টার দিকে দুজন ব্যক্তিকে একটি কাঠের নৌকা করে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে ৩০০ গজ বাংলাদেশের ভেতরে মির্জা জোড়া খাল এলাকায় আসতে দেখা যায়। ওই দুটি টহল দল নৌকাটি থামাতে বললে নৌকায় থাকা দুই ব্যক্তি অন্ধকারে নাফ নদীতে লাফ দিয়ে পালিয়ে যান। পরে নৌকায় তল্লাশি চালিয়ে পাটাতনের নিচ লুকিয়ে রাখা অবস্থায় ৫ কেজি ২০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, চোরাকারবারিদের শনাক্ত করার জন্য গোয়েন্দা কার্যক্রম চালানো হচ্ছে। উদ্ধার করা ক্রিস্টাল মেথ আইস ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।