উত্তাল সাগরে ডুবল মাছ ধরার ট্রলার, নিখোঁজ ১১ জেলে

কক্সবাজার সাগরে মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় উদ্ধার ৮ জেলে। শুক্রবার বিকেলে নুনিয়াছটা কোস্টগার্ড স্টেশনে
ছবি: প্রথম আলো

কক্সবাজার উপকূলের নাজিরারটেক সাগর চ্যানেলে এফবি মায়ের দোয়া নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। আজ শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। কোস্টগার্ড বাহিনীর সদস্যরা উপকূলে অভিযান চালিয়ে ওই ট্রলারের ৮ জন জেলেকে উদ্ধার করলেও ১১ জেলে নিখোঁজ রয়েছেন। সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত তাঁদের সন্ধান মেলেনি।

উদ্ধার জেলেরা হলেন কক্সবাজার সদর উপজেলার বখতিয়ার উদ্দিন, আবুল হোসেন, মোহাম্মদ আলম, মোহাম্মদ রাশেদ, মো. ফরিদ, আবুল হাশেম, মোহাম্মদ আলম ও হাফেজ আহমদ।

নিখোঁজ জেলেদের সন্ধানে সাগরে কয়েকটি ট্রলার নেমেছিল। সন্ধ্যা পর্যন্ত ডুবে যাওয়া ট্রলারের খোঁজ মেলেনি।

কোস্টগার্ড বাহিনী সূত্র জানায়, তৃতীয় দফায় গতকাল বৃহস্পতিবার বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়। এর প্রভাবে কক্সবাজার সাগর উপকূল প্রচণ্ড উত্তাল রয়েছে। ১৯ জন জেলে নিয়ে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের জাকির হোসেনের মালিকানাধীন এফবি মায়ের দোয়া ট্রলারটি সাগরে মাছ ধরতে নেমেছিল। দুপুর সাড়ে ১২টার দিকে ট্রলারটি শহরের ডায়বেটিক হাসপাতাল পয়েন্ট থেকে পশ্চিম দিকে সাগরের প্রায় ৪ নটিক্যাল মাইল দূরে ফাড়ারচর এলাকায় ঢেউয়ের ধাক্কায় ডুবে যায়। পরে কোস্টগার্ড বাহিনী ৮ জেলেকে উদ্ধার করলেও ট্রলারের আরও ১১ জেলে নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ জেলেদের পরিচয় জানা সম্ভব হয়নি। একাধিকবার চেষ্টা করেও ট্রলারের মালিক খুরুশকুলের জাকির হোসেনের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে, ফলে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। নিখোঁজ জেলেদের সন্ধানে সাগরে কয়েকটি ট্রলার নেমেছিল। সন্ধ্যা পর্যন্ত ডুবে যাওয়া ট্রলারের খোঁজ মেলেনি।

ট্রলারের সারেং (মাঝি) হাফেজ আহমদের বরাত দিয়ে কোস্টগার্ড বাহিনীর সদস্যরা বলেন, গত মঙ্গলবার ১৯ জেলে নিয়ে এফবি মায়ের দোয়া ট্রলারটি সাগরে মাছ ধরতে নেমেছিল। বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল হলে ট্রলারটি আজ গভীর সাগর থেকে কক্সবাজার শহরের নাজিরাটেক উপকূলের বাঁকখালী নদীতে ফিরে আসছিল। এ সময় ঢেউয়ের ধাক্কায় ট্রলারটি ডুবে গেছে।