রাজশাহীতে ফাঁকা গুলি করে ব্যবসায়ীকে কুপিয়ে পালাল দুর্বৃত্তরা
রাজশাহীতে আজ বুধবার সন্ধ্যায় একটি মাইক্রোবাসে এসে ফাঁকা গুলি করে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করা হয়েছে। জেলার কাটাখালী পৌর এলাকার হরিয়ান বাজারে এ ঘটনা ঘটেছে।
আহত ব্যবসায়ীর নাম মহম্মদ শাহিন (৩৪)। তিনি পবা উপজেলার সুচারণ গ্রামের সোবহান আলীর ছেলে। হরিয়ান বাজারে শাহিনের ক্রোকারিজের ব্যবসা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ছয় থেকে সাতজন মাইক্রোবাস নিয়ে হরিয়ান বাজারে আসে। মাইক্রোবাস থেকে নেমেই তারা এলোপাতাড়ি তিনটি গুলি করে। ভয়ে বাজারের ব্যবসায়ী কেউ বাইরে বের হতে পারেননি। এ সময় তারা ব্যবসায়ী শাহীনকে তাঁর দোকানের ভেতরে কুপিয়ে জখম করে ফেলে রেখে চলে যায়।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র জামিরুল ইসলাম জানান, তাঁরা লোকমুখে ঘটনাটি শুনেছেন। আহত ব্যবসায়ীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ লোকজনের সঙ্গে কথা বলছে। হামলার শিকার ব্যক্তিকে অভিযোগ দেওয়ার জন্য বলবেন।