লোহাগাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ যুবকের মৃত্যু
চট্টগ্রামের লোহাগাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ খোরশেদ আলম (২৮) নামের এক যুবক মারা গেছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
খোরশেদের বাড়ি লোহাগাড়া সদর ইউনিয়নের আলকনি পাড়ায়। কালোয়ার পাড়া এলাকায় তাঁর মুদিদোকান আছে। গত রোববার বিকেল চারটার দিকে ওই এলাকার একটি বসতবাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে খোরশেদ আলমসহ চারজন দগ্ধ হন।
আগুনে দগ্ধ অন্য তিনজন হলেন ওই এলাকার আবদুল মান্নানের স্ত্রী রিজুয়ারা বেগম (৫৫), মেয়ে কহিনূর আক্তার (৩৭) ও নাতনি আলিশা আক্তার (৮)।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য এনামুল হক এই খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, স্থানীয় মুদিদোকান থেকে কিনে আনা একটি পুরোনো গ্যাস সিলিন্ডার দিয়ে রান্না করার সময় বিস্ফোরণ ঘটে। এ সময় চারজন দগ্ধ হন। আহত ব্যক্তিদের মধ্যে খোরশেদ আলম মারা গেছেন। অন্য তিনজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।