দেবীগঞ্জে চারটি কবর থেকে কঙ্কাল চুরির অভিযোগ
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার একটি কবরস্থান থেকে চারটি কবরের কঙ্কাল চুরির অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রাতে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের মাটিয়ারপাড়া কবরস্থানে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সোমবার সকালে মাটিয়ারপাড়া কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় স্থানীয় কয়েক বাসিন্দা কবরের মাটি সরানো এবং বাঁশ এলোমেলো অবস্থায় দেখতে পান। এতে কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে সন্দেহে তাঁরা স্থানীয় জনপ্রতিনিধি ও দেবীগঞ্জ থানা-পুলিশকে খবর দেন। খবরটি ছড়িয়ে পড়লে ওই কবরস্থানে ভিড় জমান স্থানীয় লোকজন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত শুরু করেছে। মাটি সরানো এলোমেলো হওয়া কবর ৭ থেকে ১৬ মাস আগের বলে জানা গেছে।
দেবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘খবর পেয়ে আমরা ওই কবরস্থানে গিয়ে চারটি কবরের মাটি, বাঁশ ও ঢেকে দেওয়া পলিথিন এলোমেলো অবস্থায় দেখতে পাই। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।’
এর আগে ১৯ অক্টোবর রাতে দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায় রিয়াজুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তির বাড়ি থেকে মাটিতে পুঁতে রাখা পলিথিনে মোড়ানো মাথা, হাড়গোড় বিচ্ছিন্ন অবস্থায় থাকা মানবদেহের চারটি কঙ্কাল উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। এ সময় গ্রেপ্তার করা হয় দুই নারীকে। এ ঘটনায় দেবীগঞ্জ থানায় একটি মামলা করেছিল ডিবি।