লক্ষ্মীপুরে এক কৃষক হত্যার দায়ে দুই ভাইসহ তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সদর উপজেলার টুমচর ইউনিয়নের দক্ষিণ টুমচর গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. সিরাজুল ও মো. মাসুম এবং একই গ্রামের হাবিব উল্যার ছেলে মো. ভুলু। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সবাই আদালতে উপস্থিত ছিলেন। এদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অন্য পাঁচ আসামিকে খালাস দিয়েছেন আদালত।
মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা গেছে, আসামিদের সঙ্গে দক্ষিণ টুমচর গ্রামের রুহুল আমিনদের জমি নিয়ে বিরোধ ছিল। ২০১৬ সালের ১ মার্চ রুহুল আমিনকে লাঠিসোঁটা দিয়ে বেধরক মারধর করেন আসামিরা। এতে রুহুল আমিন মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত পান। এ সময় রুহুল আমিনকে বাঁচাতে তাঁর ছেলে সুমন মিয়া এগিয়ে গেলে তাঁকেও মারধর করা হয়। পরে আহত অবস্থায় রুহুল আমিনকে সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ওই দিনই রুহুল আমিনের ছেলে সুমন বাদী হয়ে নয়জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। একই বছরের ১৮ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা ও সদর মডেল থানার তৎকালীন উপপরিদর্শক ময়নাল হোসেন আদালতে আট আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন। তিনি বলেন, কৃষক রুহুল আমিন হত্যা মামলায় তিনজনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। তবে একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় পাঁচজনকে খালাস দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সবাই আদালতে উপস্থিত ছিলেন।