হাতিবান্ধায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার সানিয়াজান ইউনিয়নের সানিয়াজান নদীর সেতুসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লতিফুল ইসলাম (৪২) পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের কইয়াটারী গ্রামের বাসিন্দা। তিনি গ্রামীণ ব্যাংকের উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমনীগঞ্জ শাখার সহকারী ব্যবস্থাপক ছিলেন।

হাতিবান্ধা হাইওয়ে থানার পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, আজ সকাল সাড়ে আটটার দিকে লতিফুল ইসলাম মোটরসাইকেলে রংপুর-বুড়িমারী স্থলবন্দর আঞ্চলিক সড়ক দিয়ে সানিয়াজান বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় রংপুর-বুড়িমারী স্থলবন্দর আঞ্চলিক সড়কের সানিয়াজান নদীর সেতুর কাছাকাছি পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান লতিফুল। খবর পেয়ে হাতিবান্ধা হাইওয়ে থানার পুলিশ নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যান।

হাতিবান্ধা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হাকিম বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর আইনিপ্রক্রিয়া চলছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে।