ছেলের পাত্রী দেখে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় দম্পতি নিহত
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় কাভার্ড ভ্যান ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কের পাবই শেখপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার সদর ইউনিয়নের ছোছাউড়া গ্রামের বাসিন্দা নিজাম উদ্দিন (৫৫) ও তাঁর স্ত্রী রোকেয়া আক্তার (৪৫)। আহত ব্যক্তিরা হলেন নিজাম উদ্দিনের মেয়ে সুমাইয়া ও শ্যালক নায়েব আলী।
এলাকার কয়েকজন বাসিন্দা ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, নিজাম উদ্দিন পেশায় ইজিবাইকের চালক ছিলেন। গতকাল বিকেলে তিনি নিজেই ইজিবাইক চালিয়ে স্ত্রী রোকেয়া আক্তার, মেয়ে সুমাইয়া ও শ্যালক নায়েব আলীকে নিয়ে ছেলের বিয়ের জন্য পাত্রী দেখতে স্থানীয় ফাজিলপুর বাজার এলাকায় যান। সন্ধ্যায় সেখান থেকে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে তাঁর ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিজাম উদ্দিন ও তাঁর স্ত্রীর মৃত্যু হয়। স্থানীয় লোকজন আহত সুমাইয়া ও তাঁর মামাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম বলেন, কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। চালক ও সহকারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।