জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের নতুন কমিটি ঘোষণা

আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল (বাঁয়ে) ও সদস্যসচিব আবু তৌহিদ মো. সিয়ামছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হয়েছেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী আরিফুজ্জামান উজ্জ্বল ও সদস্যসচিব হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী আবু তৌহিদ মো. সিয়াম।

আজ বুধবার রাতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার ও সদস্যসচিব জাহিদ আহসান স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ৫৮ সদস্যবিশিষ্ট এ কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

কমিটিতে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হিসেবে নাসিম আল তারিক, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আহসান লাবিব, মুখ্য সংগঠক নকিব আল মাহমুদ, মুখপাত্র নাদিয়া রহমান আছেন।

নবগঠিত কমিটির সদস্যসচিব আবু তৌহিদ মো. সিয়াম প্রথম আলোকে বলেন, ‘যেহেতু বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ জুলাই গণ-অভ্যুত্থানের ওপর ভিত্তি করে তৈরি হওয়া একটি ছাত্রসংগঠন, সেহেতু আমরা সর্বদা জুলাই আন্দোলনে আহত এবং শহীদ যোদ্ধাদের যে বাংলাদেশ গড়ার সংকল্প, প্রত্যয় সেটাকে স্মরণ করে কাজ করতে চাই। বাংলাদেশের ছাত্ররাজনীতির যে পুরোনো সংস্কৃতি, যে পুরোনো সন্ত্রাসী কার্যক্রম, সেটা থেকে বের হয়ে নতুন বাংলাদেশে নতুন রাজনীতি করতে চাই। ১৯৪৭ থেকে শুরু করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং চব্বিশের গণ-অভ্যুত্থানসহ বাংলাদেশের সব লড়াই-সংগ্রামের যোদ্ধাদের স্মরণ করে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছি।’