বগুড়ায় ২৯ মামলার আসামি যুবদল নেতা ব্রাজিলকে কুপিয়ে হত্যা

নিহত মোহাম্মদ ব্রাজিল
ছবি: সংগৃহীত

বগুড়ায় ২৯টি মামলার আসামি ও যুবদল নেতা মোহাম্মদ ব্রাজিলকে (৩৪) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত ১১টার দিকে বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের পোড়াপাড়া এলাকার তালুকদারপাড়া মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ ব্রাজিল বগুড়া শহরের চারমাথা বন্দর শাখা যুবদলের সাবেক সভাপতি। তিনি বগুড়া শহরের দক্ষিণ গোদার পাড়া এলাকার শাহজাহান আলীর ছেলে। সম্প্রতি একটি মামলায় জামিন পেয়ে কারাগার থেকে বের হয়ে তিনি কাহালু উপজেলার পোড়াপাড়ায় শ্বশুরবাড়ি এলাকায় বসবাস করছিলেন।

কাহালু থানা-পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে মোটরসাইকেলে এক সহযোগীকে নিয়ে মুরইল ইউনিয়নের পোড়াপাড়ায় শ্বশুরবাড়িতে ফিরছিলেন মোহাম্মদ ব্রাজিল। তালুকদারপাড়া মোড়ে পৌঁছালে দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা করে। এ সময় তাঁর মোটরসাইকেলের পেছনে থাকা তাঁর সহযোগী ভয়ে পালিয়ে যান। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মোহাম্মদ ব্রাজিলকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করার পর দুর্বৃত্তরা পালিয়ে যায়।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, মোহাম্মদ ব্রাজিলের বিরুদ্ধে অস্ত্র আইনে তিনটি, অ্যাসিড অপরাধ দমন আইনে দুটি, সন্ত্রাসবিরোধী আইনে দুটি, বিস্ফোরক দ্রব্য আইনে পাঁচটি, বিশেষ ক্ষমতা আইনে চারটি, চাঁদাবাজির ছয়টিসহ বিভিন্ন ধারায় ২৯টি মামলা আছে। সম্প্রতি একটি মামলায় জামিন পেয়ে কারাগার থেকে বের হয়েছিলেন তিনি। পূর্ববিরোধের জেরে তাঁর ওপর হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হামলাকারীদের ইতিমধ্যে শনাক্ত করা সম্ভব হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। আর লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

এর আগে ২০২২ সালের ২২ মার্চ তিনটি তাজা গুলি, বিদেশি পিস্তলসহ যুবদল নেতা মোহাম্মদ ব্রাজিলকে শহরের বকশিবাজার মোড় এলাকা থেকে গ্রেপ্তার করেছিল বগুড়া সদর থানা-পুলিশ।